Jasprit Bumrah: পুরনো জসপ্রীত বুমরাকে কি আবার দেখা যাবে? বড়সড় প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছেন বুমরা। দিন কয়েক আগেই বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে মেডিকেল আপডেটে জানানো হয়েছিল, সুস্থতার শেষ পর্যায়ে রয়েছেন জসপ্রীত বুমরা।
নয়াদিল্লি: ভারতের সিনিয়র ক্রিকেটার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) সেই ২০২২ সালের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছেন বুমরা। দিন কয়েক আগেই বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে মেডিকেল আপডেটে জানানো হয়েছিল, সুস্থতার শেষ পর্যায়ে রয়েছেন জসপ্রীত বুমরা। গত কয়েকদিন ধরে নেটে নিয়মিত বোলিং করছেন বুমরা। টিম ইন্ডিয়ার বুমরার কামব্যাকের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। কবে আসবে সেই দিন? এরই মাঝে ভারতের এক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলে দিলেন, বুমরা যখনই ২২ গজে ফিরুন না কেন, তাঁকে কি আগের মতো ছন্দে দেখা যাবে? বিস্তারিত জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।
দীর্ঘদিনের চোট সারিয়ে ফের ২২ গজে ফিরেই আগের মেজাজে কি বুমরাকে দেখা যাবে? এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর। এক সাক্ষাৎকারে তিনি বুমরার অনুপস্থিতি কতটা টের পাচ্ছে ভারত সেই নিয়ে বলেন। একইসঙ্গে তিনি বলেন, ‘ভারতের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। আমি মনে করি ওডিআই বিশ্বকাপে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এটা বলতেই হবে যে, ডেথ ওভারে ওকে সবাই মিস করেছে। আমরা প্রায় পুরো বছরটাই ওকে খেলতে দেখতে পেলাম না।’
ওয়াসিম জাফর আরও বলেন, ‘ওকে ২২ গজে ফিরতে হলে আগের মতো ফিটনেস নিয়েই ফিরতে হবে। আগের মতোই ও এখন বল করতে পারবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আগের মতোই গতি কি থাকবে ওর?’ ওয়াসিম জাফর মনে করেন, সব ফর্ম্য়াটেই টিম ইন্ডিয়ার বুমরাকে প্রয়োজন। একইসঙ্গে ওয়াসিম জাফর জানান, সব ঠিকঠাক থাকলে আর বুমরার ২২ গজে প্রত্যাবর্তন হলে এ বারের বিশ্বকাপে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার হতে চলেছেন। বিশ্বকাপে ভারতের বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন বুমরা। এমনটাই মনে করছেন ওয়াসিম জাফর। এ বার দেখার কবে ২২ গজে বুম বুম বুমরার প্রত্যাবর্তন হয়।