Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir vs Virat Kohli: রোহিতকে ‘নিঃস্বার্থ’ বলে কি বিরাটকেই বিঁধলেন গম্ভীর?

ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত অত্যন্ত সফল ক্রিকেটার। ওপেনার হিসেবে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছেন। কিন্তু নেতা হওয়ার পর থেকে রোহিত নিজেকে অন্য ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আইপিএলের নেতা হিসেবে যে ভূমিকায় দেখা যেত তাঁকে, ঠিক সে ভাবেই ভারতের ক্যাপ্টেন্সি করছেন। টিমকে সামনে এগিয়ে দিচ্ছেন। প্লেয়ারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনছেন। এই রোহিতে মুগ্ধতা প্রকাশ করছে ক্রিকেট দুনিয়া। গম্ভীর এই রোহিতকে নিয়েই উচ্ছ্বসিত।

Gautam Gambhir vs Virat Kohli: রোহিতকে 'নিঃস্বার্থ' বলে কি বিরাটকেই বিঁধলেন গম্ভীর?
Gautam Gambhir vs Virat Kohli: রোহিতকে 'নিঃস্বার্থ' বলে কি বিরাটকেই বিঁধলেন গম্ভীর?Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 7:00 AM

লখনউ: বিরাট কোহলিকে (Virat Kohli) বিঁধলেন? বলা যেতেই পারে। অন্তত ক্রিকেট মহল তো সে ভাবেই দেখছে প্রাক্তন ভারতীয় ওপেনারের রোহিত-প্রেম! বিরাটের সঙ্গে তাঁর ঝামেলা নতুন নয়। আইপিএলে খেলার সময়, কোচিংয়ের সময়, কমেন্ট্রি বক্সে বিশ্লেষকের ভূমিকায় বসেও বিরাট-বিরোধী মন্তব্য করেছেন নানা সময়। সরাসরি না হলেও ঘুরিয়ে বিঁধেছেন তাঁকে। সেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিশ্বকাপের সময় একটু অন্য সুরে বাজছিলেন। বিরাটের প্রশংসা করেছেন। এই বিশ্বকাপেও দারুণ ফর্মে রয়েছেন বিরাট। সচিন তেন্ডুলকরের ওয়ান ডে ক্রিকেটে ৪৯টা সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন, এমনটাও বলা হচ্ছে। সচিনকে তাড়া করা বিরাট কি রেকর্ডের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েছেন? গম্ভীরের মন্তব্য কিন্তু সে দিকেই ইঙ্গিত করছেন। কী বললেন তিনি? TV9Bangla Sports এ বিস্তারিত।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ বল খেলে কোনও রান না করে ড্রেসিংরুমে ফিরেছেন বিরাট। আর রোহিত ভারতের ক্যাপ্টেন হিসেবে ১০০তম ম্যাচ খেললেন। দুটো উইকেট পড়লেও টিমকে টানার চেষ্টা করলেন। ইংলিশ বোলারদের বিরুদ্ধে ধীরে ধীরে বড় রানের দিকে পা বাড়ানো রোহিতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গম্ভীর। তাঁর মন্তব্য, ‘রোহিতের কোনও ভাবেই রেকর্ডের প্রতি কোনও টান নেই। ও টিমের প্রয়োজন মতো ইনিংসগুলোয় নিজেকে তুলে ধরার চেষ্টা করে। ঠিক যেটা একজন প্রকৃত নেতার করা উচিত।’

ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত অত্যন্ত সফল ক্রিকেটার। ওপেনার হিসেবে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছেন। কিন্তু নেতা হওয়ার পর থেকে রোহিত নিজেকে অন্য ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আইপিএলের নেতা হিসেবে যে ভূমিকায় দেখা যেত তাঁকে, ঠিক সে ভাবেই ভারতের ক্যাপ্টেন্সি করছেন। টিমকে সামনে এগিয়ে দিচ্ছেন। প্লেয়ারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনছেন। এই রোহিতে মুগ্ধতা প্রকাশ করছে ক্রিকেট দুনিয়া। গম্ভীর এই রোহিতকে নিয়েই উচ্ছ্বসিত। গম্ভীর বলে দিয়েছেন, ‘রোহিত চাইলে কিন্তু ৪০-৪৫টা সেঞ্চুরি করতেই পারত। কিন্তু ও কোনও ভাবেই সেঞ্চুরির প্রতি আকৃষ্ট হয় না। রোহিত নিঃস্বার্থ ভাবে ব্যাটিং করে।’

রোহিতকে ঘিরে গম্ভীরের এই মন্তব্য কিন্তু ক্রিকেট মহল অন্য ভাবে দেখছে। বিরাটের প্রতি তাঁর যে পুরনো সম্পর্ক, তার জেরেই কি এই মন্তব্য় করেছেন দিল্লির ছেলে? গম্ভীর কিন্তু সরাসরি কথা বলতেই ভালোবাসেন। মনে যা, মুখেও তাই— এই নীতিতে চলেন। এ ক্ষেত্রেও রোহিতকে নিয়ে সোজাসুজি মন্তব্য করেছেন। যার মধ্যে বিরাট-বিরোধী গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকেই।