Vijay Shankar: মনে পড়ে 3D বিজয় শঙ্করকে? কেকেআরের লর্ড শার্দূলকে ‘পিটিয়ে’ ফেলে দিলেন হইচই

ক্রিকেট নিয়ে আগ্রহীদের কাছে বিজয় শঙ্করের নাম মোটেও অপরিচিত নয়। ২০১৯ সালের ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে সামিল করা হয়েছিল বিজয়কে।

Vijay Shankar: মনে পড়ে 3D বিজয় শঙ্করকে? কেকেআরের লর্ড শার্দূলকে 'পিটিয়ে' ফেলে দিলেন হইচই
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 6:49 PM

আমেদাবাদ: আরও একটি অপ্রত্যাশিত ইনিংস। এ বার বিজয় শঙ্কর (Vijay Shankar)। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ চলছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ২৪ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেললেন গুজরাট টাইটান্সের অলরাউন্ডার বিজয় শঙ্কর। শেষ ওভারে শার্দূল ঠাকুরের বলে ছক্কার হ্যাটট্রিক। মোদী স্টেডিয়ামে যখন বিজয় শঙ্করের তাণ্ডব চলছে তখন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা পিছিয়ে গিয়েছেন চার বছর আগে। ২০১৯ সালে। ইংল্যান্ডে ওডিআই বিশ্বকাপের মঞ্চে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ক্রিকেট নিয়ে আগ্রহীদের কাছে বিজয় শঙ্করের নাম মোটেও অপরিচিত নয়। ২০১৯ সালের ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে সামিল করা হয়েছিল বিজয়কে। তাঁর জন্য বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরা থেকে যায় আম্বাতি রায়াডুর। বিশ্বকাপ টিমে বিজয়ের অন্তর্ভুক্তিতে রায়াডুর 3D টুইট ব্যাপক ভাইরাল হয়েছিল। ব্যপক অশান্তি নিয়ে বিজয় ইংল্যান্ডে গেলেও প্রত্যাশার মান রাখতে পারেননি। এরপর জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে গিয়েছে তাঁর সামনে। আরও একটা ওডিআই বিশ্বকাপের বছর। কাকতালীয়ভাবে সেবছরই আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ঝোড়ো ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছেন বিজয়। তাঁর ব্যাটে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ২০৪ রানের বড় লক্ষ্য দিতে সক্ষম হয় গুজরাট টাইটান্স।

বিস্তারিত আসছে…