Yashasvi Jaiswal : ‘আইপিএল সাহায্য করেছে’, ক্যারিবিয়ান বোলারদের উড়িয়ে দিয়ে বললেন যশস্বী
WI vs IND : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ ২-২ ব্যবধানে সমতায় এনেছে ভারত। শনিবারের চতুর্থ টি ২০ জয়ে বড় অবদান রেখেছেন যশস্বী জয়সওয়াল।
ফ্লোরিডা : তাঁর অপরাজিত ৮৪ রান এবং শুভমন গিলের সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপের উপর ভর করে চতুর্থ টি ২০ ম্যাচে জিতেছে ভারত। ৫ ম্যাচের টি ২০ সিরিজ বাঁচাতে ম্যাচটি জিততেই হত ভারতকে। মেন ইন ব্ললু-র জয়ে বড় অবদান রাখলেন যশস্বী (Yashasvi Jaiswal)। টি ২০তে অভিষেক ম্যাচে পুরোপুরি ফ্লপ হয়েছিলেন। ১ রানের বেশি ওঠেনি তাঁর খাতায়। আমেরিকার মাটিতে দ্বিতীয় ম্যাচেই ক্যারিবিয়ান বোলারদের দিনে তারা দেখালেন যশস্বী। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত যশস্বী। তাঁকে পরিচিত ভঙ্গিতে দেখে স্বস্তিতে ভারতীয় শিবির এবং সমর্থকরা। দলের জয়ে অবদান রাখতে পেরে নিজেও খুশি তিনি। ম্যাচের পর যশস্বী বললেন, “মাঠে খেলাটাকে সবসময় উপভোগ করি।” ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
গিল-যশস্বীর পার্টনারশিপে মাত্র ১ উইকেট খুইয়ে ১৭ ওভারে লক্ষ্য়ে পৌঁছে যায় ভারত। ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর যশস্বী হার্দিক-সহ সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, “এই ইনিংস খেলা সহজ ছিল না। আমি খুশি যে মাঠে গিয়ে নিজের মতো করে খেলেছি। সব সাপোর্ট স্টাফ এবং হার্দিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার উপর ভরসা রেখেছেন ওরা। এটাই আমাকে প্রভাবিত করেছে। টিমের প্রয়োজন মাথায় রেখে খেলি। দ্রুত রান তোলার চেষ্টা করেছি।”
৮৪ রানের অপরাজিত ইনিংসের নেপথ্যে আইপিএলকে ধন্যবাদ জানিয়েছেন যশস্বী। তিনি বলেন, “আমি পাওয়ার প্লেতে খেলতে পারি। দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারি। ম্যাচের পরিস্থিতি বিচার করে খেলাটা খুব প্রয়োজন ছিল। চেষ্টা ছিল বড় রান তোলার। আইপিএলে এদের (জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়) বিরুদ্ধে অনেক খেলেছি। সেটাই সাহায্য করেছে।”