India vs Bangladesh: প্লেয়ার নন, ভারত-বাংলাদেশ ম্যাচে আজ সবচেয়ে বেশি চাপে যে পাঁচ জন…
ICC MEN’S T20 WC 2024: বিতর্কহীন ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ কবে হয়েছে? ক্রিকেটের মাঠে এমন ম্যাচ সত্যিই মনে পড়ে না। বরং প্রতিবারই কোনও না কোনও বিতর্ক তৈরি হয়ই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত জিতেছিল। হারের পর বাংলাদেশ শিবিরের অভিযোগ ছিল বিরাট কোহলিকে নিয়ে। তিনি নাকি ফেক ফিল্ডিং করেছেন।
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে…। ভারত-বাংলাদেশ ম্যাচে হঠাৎ এই দেশের নাম কেন? টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দু-দেশের সমর্থকরাই প্রবল আবেগপ্রবণ। আর সে কারণেই ম্যাচের আকর্ষণ আরও বেড়ে যায়। প্লেয়ারদের উপর বাড়তি চাপ থাকে। বিশেষ করে তারকা ক্রিকেটারদের নিয়ে। বাংলাদেশ ক্রিকেটাররা ফ্লপ করলে তাদের সমর্থকরাও ছেড়ে কথা বলেন না। একই অবস্থা এ প্রান্তেও। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে ক্রিকেটারদের চেয়েও আজ সবচেয়ে বেশি চাপে থাকবেন অন্য পাঁচ জন!
বিতর্কহীন ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ কবে হয়েছে? ক্রিকেটের মাঠে এমন ম্যাচ সত্যিই মনে পড়ে না। বরং প্রতিবারই কোনও না কোনও বিতর্ক তৈরি হয়ই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত জিতেছিল। হারের পর বাংলাদেশ শিবিরের অভিযোগ ছিল বিরাট কোহলিকে নিয়ে। তিনি নাকি ফেক ফিল্ডিং করেছেন। আম্পায়ারদের নজরে কিছুই পড়েনি। ম্যাচের সময়ও বাংলাদেশ ক্রিকেটাররা কিছু বলেননি। ম্যাচ শেষে তাঁরা এমন অভিযোগ তোলেন।
তেমনই নো-বলের সিদ্ধান্ত নিয়ে বরাবরই বাংলাদেশ শিবিরে অসন্তোষ থাকেই। সে ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ হোক বা অন্য কোনও ম্যাচ। আজ ভারত-বাংলাদেশ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের মাইকেল গফ এবং দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ার অর্থাৎ টিভি আম্পায়ার হিসেবে থাকছেন জিম্বাবোয়ের ল্যাংস্টন রুসেরে। চতুর্থ আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে।
বাকিদের তুলনায় সবচেয়ে বেশি চাপে মাইকেল গফ এবং আদ্রিয়ান হোল্ডস্টক। অনফিল্ড সিদ্ধান্ত তাঁরাই নেবেন। পান থেকে চুন খসলেই যে বাংলাদেশ শিবিরের ক্ষোভের মুখে পড়তে হবে, এ বিষয়ে সন্দেহ নেই। আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তো উঠবেই। বাংলাদেশ হারলে ঝড় বদলে যেতে পারে সুনামিতেও!