MS Dhoni: ‘শিষ্য’ ঋষভ পন্থের খেলায় নজর রাখছেন না? চলছে বিশ্বকাপ, ধোনি ব্যস্ত অন্য কাজে…!
T20 World Cup 2024: টিম ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে প্রথম বার টি-২০ বিশ্বকাপ জিতেছিল। এ বারের বিশ্বকাপে তিনি কি নজর রেখেছেন? ১৭তম আইপিএল শেষ হওয়ার পর তিনি রাঁচির ফার্ম হাউসে সময় কাটাচ্ছেন। মাঝে বিদেশে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ভারতের কোনও ম্যাচে গ্যালারিতে হাজির হতে দেখা যায়নি।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) নজর রেখেছেন? এ বার রোহিত শর্মার ভারত ভালো ছন্দেই রয়েছে। সামনেই টুর্নামেন্টের নকআউট। এখনও অবধি চলতি টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ভারতীয় শিবিরে আইসিসি ট্রফি আসেনি। এ বার সেই আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত ব্রিগেড। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম এবং সেটাই শেষ বার টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। টুর্নামেন্ট চলাকালীন তিনি কি বিশেষ নজর রেখেছেন ‘শিষ্য’ ঋষভ পন্থের উপর? অবশ্য সোশ্যাল মিডিয়া বলছে ধোনি ব্যস্ত অন্য কাজে।
ঋষভ পন্থের জীবনে মহেন্দ্র সিং ধোনির বড় অবদান রয়েছে। একসময় ধোনির জায়গায় উইকেটকিপিং করায় পন্থকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। কিন্তু ধোনি বরাবর বড় দাদার মতো গাইড করেছেন পন্থকে। ক্রিকেট মহলের মতে ধোনির যোগ্য উত্তরসূরি পন্থই। ঋষভ খুব ভালো ভাবে ধোনির সঙ্গে মিলে মিশে গিয়েছেন। মাহির বাড়িতেও পন্থের আসা-যাওয়া লেগেই থাকে। হতেই পারে, ভয়াবহ দুর্ঘটনার পর দেশের জার্সিতে ফেরার আগে ধোনির থেকে টিপস নিয়েছিলেন পন্থ। প্রকাশ্যে এই সংক্রান্ত খবর আসেনি।
আইপিএলের পর ধোনির হাতে অফুরান সময়। যে কারণে মাঝে মাঝেই তিনি বেরিয়ে পড়ছেন রাঁচিতে। কখনও ভিন্টেজ গাড়ি নিয়ে। কখনও আবার বাইকে রাঁচিতে ঘুরে বেড়াচ্ছেন ধোনি। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, এক বন্ধুর জন্মদিনে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ধোনি। বন্ধুকে কেক খাওয়ানো থেকে শুরু করে নিজেও ধোনি কেক খেয়েছিলেন। ধোনির কেকের প্রতি ভালোবাসার কথা কারও অজানা নয়। ফের একবার তার প্রমাণ পাওয়া গেল।
MS Dhoni celebrating the birthday of his close friend. ❤️
– Cutest video of the day. [Sumit Kumar Bajaj] pic.twitter.com/ywiZf8tURU
— Johns. (@CricCrazyJohns) June 22, 2024