রোহিতই পাল্টা চাপে রাখুক অস্ট্রেলিয়াকে
সিডনি টেস্টে ভারতের কী করা উচিত ? কতটা চাপে অস্ট্রেলিয়া ? TV9 বাংলা ডিজিটালে শরদিন্দু মুখোপাধ্যায়ের কলম।
শরদিন্দু মুখোপাধ্যায়
সোজা কথা শুরুতেই বলে রাখি, সিডনিতে নামার আগে অস্ট্রেলিয়াই চাপে। অ্যাডিলেডে ভারতকে উড়িয়ে দেওয়ার পরও যে ভাবে ফিরে আসতে পারে রাহানের টিম, অজিরা ভাবেনি। মেলবোর্ন টেস্ট জিতে ভারত ১-১ করে ফেলেছে সিরিজ। সিডনিতে শুরু থেকেই প্রবল চাপ রাখার চেষ্টা করবে স্মিথদের উপর। এর সঙ্গে খুব স্বাভাবিক ভাবে মিশে রয়েছে গত সিরিজের ফলাফলও। বিরাট কোহলির টিম কিন্তু টেস্ট সিরিজটা জিতে ফিরেছিল। রাহানেরা যদি কোনও ভাবে সিডনির দখল নিতে পারে, তা হলে একটা ব্য়াপার নিশ্চিত হয়ে যাবে, ভারত হারছে না। গতবার তাও না হয়, স্মিথ-ওয়ার্নারদের না থাকাটাকে কারণ হিসেবে তুলে ধরা গিয়েছিল। এ বার ওরা কী যুক্তি দেবে?
Final training session ahead of the 3rd Test ✅#TeamIndia #AUSvIND pic.twitter.com/I8Rp3rfTck
— BCCI (@BCCI) January 6, 2021
Quarantine life is a challenge. We know the life outside in Australia is normal. We know how to handle it. As a team, we want to do well and play some good cricket – Captain @ajinkyarahane88 #AUSvIND pic.twitter.com/vaeGlp0MZz
— BCCI (@BCCI) January 6, 2021
শুরু থেকেই বলে আসছি, এই টেস্ট সিরিজে স্মিথই ওদের সেরা মুখ। সেটা মাথায় রেখেই নেমেছে ভারত। স্মিথ কার্যত অশ্বিনের ফাঁদে বারবার পা দিয়েছে। সিডনিও কিন্তু ওকে শুরুতে তুলতে হবে। অশ্বিন আগের দুটো টেস্টে দারুণ বোলিং করেছে। অস্ট্রেলিয়ার পিচে যে টার্ন আর বাউন্স থাকে, তাকে কাজে লাগাচ্ছে। বাকি বোলাররাও নিজেদের সেরাটা দিচ্ছে। এই ম্য়াচে আরও একবার ভারতীয় বোলারদের সেরাটা দিতে হবে।