Rishabh Pant: রোহিত শর্মার রেকর্ড ভাঙার মুখে! খুব কাছেই ঋষভ পন্থ…
India vs England 4th Test: ভাবনা চলছে, ধ্রুব জুরেলকে একাদশে এনে পন্থকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানোর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় রেকর্ডের সামনে ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারেই হয়তো ছাপিয়ে যেতে পারেন প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে।

ম্যাঞ্চেস্টার টেস্টে ঋষভ পন্থ খেলবেন, এটুকু বলাই যায়। তবে কিপিং করবেন কি না, তা নিশ্চিত নয়। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে কিপিংয়ের সময় হাতে গুরুতর চোট পেয়েছিলেন পন্থ। দ্রুতই মাঠ ছাড়েন। কিপিংয়ে না এলেও ব্যাটিংয়ে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসেও কিপিংয়ে নামেননি। ম্যাচের বেশির ভাগ সময়ই কিপিং করেছেন ধ্রুব জুরেল। ভাবনা চলছে, ধ্রুব জুরেলকে একাদশে এনে পন্থকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানোর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় রেকর্ডের সামনে ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারেই হয়তো ছাপিয়ে যেতে পারেন প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। ২৭১৬ রান করেছেন তিনি। ইংল্যান্ড সফরের আগে, আইপিএলের মাঝ পথেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাট হাতে টেস্টে দু-জনেরই খারাপ সময় চলছিল। ইংল্যান্ড সফরের আগে নতুন ক্যাপ্টেন বেছে নেওয়া হয় শুভমন গিলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানের নিরিখে ভারতীয়দের মধ্যে এখনও অবধি অবশ্য শীর্ষেই রয়েছেন রোহিত।
ইংল্যান্ড সফরে শুরুটা দুর্দান্ত করেছিলেন ঋষভ পন্থ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর ঝুলিতে রয়েছে ২৬৭৭ রান। অর্থাৎ রোহিত শর্মাকে ছাপিয়ে যেতে প্রয়োজন ৪০ রান। যা ম্যাঞ্চেস্টারেই হয়ে যেতে পারে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রয়েছে ২৬১৭ রান। বর্তমান অধিনায়ক শুভমন গিলও খুব একটা পিছিয়ে নেই। ৬৫ ইনিংসে করেছেন ২৫০০ রান। টপ ফাইভে রয়েছেন লর্ডসের ট্র্যাজিক নায়ক রবীন্দ্র জাডেজা। তাঁর নামের পাশে ২২১২ রান।
