IND vs ENG: দল ঘোষণা দ্রুতই, তৃতীয় টেস্টেও খেলবেন না বিরাট কোহলি?
India vs England, Virat Kohli: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৫-০ প্রত্যাশা করছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শুরুতেই ধাক্কা খেতে হয়েছে। হায়দরাবাদে স্পিনসহায়ক পিচ বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিন থেকেই বল বড়রকমের টার্ন হচ্ছিল। ম্যাচে গড় টার্ন ৪.২ ডিগ্রি। যাতে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররাও। এখানেই যেন পার্থক্য গড়ে দিয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার ওলি পোপ। দ্বিতীয় ইনিংসে তাঁর ১৯৬ রান। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

কলকাতা: ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। আজই হয়তো তৃতীয় টেস্টের দল ঘোষণা হতে পারে। তার আগে ‘বিরাট’ মাথাব্যথা কমছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের। তৃতীয় টেস্টে বিরাট কোহলিকে পাওয়া যাবেই এমন নিশ্চয়তা এখনও অবধি নেই। স্কোয়াড ঘোষণার পর চিত্রটা পরিষ্কার হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৫-০ প্রত্যাশা করছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শুরুতেই ধাক্কা খেতে হয়েছে। হায়দরাবাদে স্পিনসহায়ক পিচ বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিন থেকেই বল বড়রকমের টার্ন হচ্ছিল। ম্যাচে গড় টার্ন ৪.২ ডিগ্রি। যাতে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররাও। এখানেই যেন পার্থক্য গড়ে দিয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার ওলি পোপ। দ্বিতীয় ইনিংসে তাঁর ১৯৬ রান। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
আজই হয়তো বাকি তিন টেস্টের জন্য স্কোয়াড বেছে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক দল। তাতে বিরাট কোহলির নাম থাকতেই পারে। তিন ম্যাচের দলে তাঁকে রাখা হলেও তৃতীয় টেস্টে বিরাট কোহলিকে পাওয়া যাবেই এর কোনও নিশ্চয়তা নেই। শুরুতে ভারতীয় বোর্ডের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল, তাতে জানানো হয় প্রথম দু-ম্যাচে বিরাট কোহলিকে পাওয়া যাবে না। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। পরিস্থিতি পর্যালোচনা করে বোর্ডও তাঁকে অনুমতি দিয়েছে। তবে বিরাট কবে ফিরছেন, এ বিষয়ে বোর্ড কোনও তথ্য দেয়নি। বরং বোর্ডের বিবৃতিতে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, এ সময় বিরাটের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা যাতে অক্ষুণ্ণ থাকে।





