IND vs IRE Highlights, T20 WC 2024: চোখ ধাঁধানো শটে ছয় মেরে ম্যাচ ফিনিশ পন্থের
ICC Men's T20 WC 2024 India vs Ireland Live Score: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-র ম্যাচে আজ নিউ ইয়র্কে মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের প্রথম ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেট পান এই লাইভ ব্লগে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হয়েছে ২ জুন। আজ নিউ ইয়র্কে নিউ জার্নি শুরু করল ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেন রোহিতরা। নাসাউ স্টেডিয়ামে বল হাতে অনবদ্য পারফরম্যান্স পেসারদের। অর্শদীপ শুরুটা করেন। এরপর বুমরা-হার্দিকের কামাল। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হার্দিক তিন উইকেট নিয়েছেন। আয়ারল্যান্ডকে মাত্র ৯৬ রানেই অলআউট করে ভারত। রান তাড়ায় শুরুতে বিরাটের উইকেট হারালেও চাপ হয়নি। রোহিত হাফসেঞ্চুরি করেন। ম্যাচ জেতানো ইনিংস খেলেন ঋষভ পন্থও। চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ছিল ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ এ-তে ভারত-আয়ারল্যান্ড ম্যাচের যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।
LIVE Cricket Score & Updates
-
IND vs IRE Live Score: শটের নাম কী হবে!
রিভার্স র্যাম্প বলা যায়! যেতেই পারে। ঋষভ পন্থ এমনই এক চোখ ধাঁধানো শট খেলে ম্যাচ ফিনিশ করলেন। বিস্তারিত ম্যাচ রিপোর্ট পড়ুন: বোলারদের দাপট, রোহিতের ক্যাপ্টেন্স নক; বড় জয়ে বিশ্বকাপ শুরু ভারতের
-
IND vs IRE Live Score: কনুইতে চোট ঋষভেরও
কিছুক্ষণ আগেই মাঠ ছেড়েছেন রোহিত। অসমান বাউন্সে সমস্যায় পড়লেন ঋষভও। কনুইতে বল লাগে তাঁর। ঋষভ অবশ্য ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। সেটাই স্বস্তির।
-
-
IND vs IRE Live Score: রোহিত চিন্তা!
হাফসেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন রোহিত। তার আগে কাঁধে বল লেগেছিল। ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন। তবে ড্রিঙ্কস ব্রেকের পরই মাঠ ছাড়লেন রোহিত শর্মা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ক্রিজে স্কাই।
-
IND vs IRE Live Score: বিরাট নিস্তব্ধতা
বিরাট কোহলিকে দেখার জন্যই ম্যাচ দেখতে আসা। অল্প রানের টার্গেট। ওপেনিংয়ে নেমেছেন বিরাট কোহলি। এর চেয়ে স্বস্তির আর কী হতে পারে সমর্থকদের কাছে! টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাটের পারফরম্যান্স চোখ ধাঁধানো। যদিও মার্কিন মুলুকে ‘অভিষেকে’ ফিরলেন মাত্র ১ রানেই। গ্যালারিতে বিরাট নিস্তব্ধতা। প্র্যাক্টিস ম্যাচের মতো প্রত্যাশা অনুযায়ী তিনে ঋষভ পন্থ।
-
IND vs IRE Live Score: রো-কো জুটির দাপটের অপেক্ষা
আর কোনও ধোঁয়াশা নয়। ওপেনিংয়ে জুটি বাঁধছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। ক্যাপ্টেন ও প্রাক্তন ক্যাপ্টেন জুটি ক্রিজে। গ্যালারিতে ব্যাপক উন্মাদনা।
-
-
IND vs IRE Live Score: ‘W’ দিয়ে শুরু করতে টার্গেট ৯৭
মাত্র ৯৬ রানেই অলআউট আয়ারল্যান্ড। লোয়ার অর্ডার ব্যাটাররা সমর্থন না করলে আরও আগেই গুটিয়ে যেত আইরিশরা। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে ভারতের চাই ৯৭ রান। কত উইকেটে জিততে পারে ভারত? বিরাট-রোহিত জুটিই কি ম্যাচ ফিনিশ করতে পারবেন? ভারতীয় শিবিরে প্রত্যাশা তেমনই।
-
IND vs IRE Live Score: আইপিএলের অভিজ্ঞতায় স্টার লিটল!
নিয়মিত ব্য়বধানে উইকেট হারিয়ে চাপে ছিল আয়ারল্যান্ড। ৫০ রানের আগেই আধডজন উইকেট। ৮০ অবধি স্কোর পৌঁছবে কিনা, এই নিয়েই সন্দেহ ছিল। আইপিএলে খেলা জশ লিটলের সৌজন্যে কিছুটা রান এল। গ্যারেথ ডেলানিও সামান্য অবদান রাখেন। পারফেক্ট ইয়র্কারে লিটলকে ফেরান বুমরা।
-
IND vs IRE Live Score: ৫০ ছুঁতেই উইকেট
দলীয় ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে দীর্ঘ সময় আটকেছিল আয়ারল্যান্ড। দ্বাদশ ওভারে স্পিন আক্রমণ। অক্ষর প্যাটেল বোলিংয়ে আসতেই হাফসেঞ্চুরি পূর্ণ করে আয়ারল্যান্ড। তার পরের ডেলিভারিতেই অষ্টম উইকেট!
-
IND vs IRE Live Score: প্রত্যাবর্তনে হিট হার্দিক
দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর আর দেশের জার্সিতে খেলা হয়নি। বিশ্বকাপেই প্রত্যাবর্তন। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচেই দুর্দান্ত হার্দিক। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে তিন উইকেট।
-
IND vs IRE Live Score: বুমরার বাউন্সার
জসপ্রীত বুমরার দ্রুতগতির বাউন্সার। সামলাতে পারেননি হ্যারি টেক্টর। গ্লাভস, হেলমেটে লেগে সহজ ক্যাচ। এ বারের বিশ্বকাপে প্রথম উইকেট জসপ্রীত বুমরার।
-
IND vs IRE Live Score: পাওয়ার প্লে আপডেট
মহম্মদ সিরাজ রান আটকান, উল্টোদিকে জোড়া উইকেট অর্শদীপ সিংয়ের। পাওয়ার প্লে-র শেষ ওবারে আক্রমণে আনা হয় জসপ্রীত বুমরাকে। তাঁর কাছে যেমন প্রত্যাশা, তেমনই দুর্দান্ত বোলিং করলেন বুমরা। চোটের জন্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। মেডেন ওভারে চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বুমরার।
-
IND vs IRE Live Score: লম্বা ওভার!
সুইং পাচ্ছেন। কিন্তু লাইন-লেন্থ নিয়ন্ত্রণ করতে পারছেন না অর্শদীপ সিং। পঞ্চম ওভারে বেশ কিছু ওয়াইড। একটি বাই চারও হল। প্রথম দু-ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন। পাওয়ার প্লে-তে টানা তৃতীয় ওভারে অস্বস্তিতে পড়লেন অর্শদীপ।
-
মোদীই জোটের নেতা
এনডিএ জোটের বৈঠকে বিজেপিকেই জোটের প্রধান শরিক হিসেবে মেনে নিল শরিকরা। নরেন্দ্র মোদীকেই জোটের নেতা হিসেবে সমর্থন করলেন জোট শরিকরা।
বিশদ পড়তে –
-
IND vs IRE Live Score: বাউন্সেই বাজিমাত!
অর্শদীপের বোলিংয়ে সুইং, বাউন্স বুঝে উঠতে সমস্যা হচ্ছিল। প্রথম দু-ওভারে রান না ওঠায় গিয়ার শিফ্ট করার লক্ষ্য ছিল আয়ারল্যান্ড ক্যাপ্টেন পল স্টার্লিংয়ের। হাই ক্যাচ, মিস করেননি ঋষভ পন্থ। একই ওভারে অ্যান্ডি বলবির্নিকে ক্লিন বোল্ড করলেন অর্শদীপ। জোড়া সাফল্য ভারতীয় শিবিরে।
-
IND vs IRE Live Score: পিচ নিয়ে যে আশঙ্কা ছিল!
নিউ ইয়র্কের ড্রপ ইন পিচের আচরণ নিয়ে আশঙ্কা ছিলই। মূলত অসমান বাউন্স নিয়ে। সিরাজের একটি লেন্থ ডেলিভারি হঠাৎই লাফিয়ে ওঠে। কোনওরকম স্পট জাম্পে বাই চার বাঁচান কিপার ঋষভ পন্থ।
-
IND vs IRE Live Score: টস রিপোর্ট
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। একাদশে নেই যশস্বী জয়সওয়াল কিংবা সঞ্জু স্যামসন। যার ফলে ইঙ্গিত পরিষ্কার। বিস্তারিত: ওপেনিংয়ে বিরাট-রোহিত! ভারতের একাদশে নানা চমক
-
IND vs IRE Live Score: টস টাইম
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সফর শুরু ভারতের। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউ ইয়র্কে টস টাইম। দুই ক্যাপ্টেন প্রস্তুত।
-
IND vs IRE Live Score: বিশেষ মুহূর্ত বিরাটের মুখে…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। বিশ্রাম পর্ব কাটিয়ে প্রস্তুতিও সেরেছেন। এ বার দেশের জার্সিতে মাতাতে তৈরি বিরাট। নিউ ইয়র্কে সফর শুরুর আগে যা বলছেন, বিস্তারিত: ওই সময় গায়ে কাঁটা দেয়… ভারতের বিশ্বকাপ সফর শুরুর আগে বিরাট শোনালেন বিশেষ অনুভূতির গল্প
-
IND vs IRE Live Score: নয়া সফর
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আজ চব্বিশের বিশ্বকাপে সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ প্রিভিউ রইল বিস্তারিত: ভারতের বিশ্বকাপ শুরু আজ, নজরে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ
Published On - Jun 05,2024 7:00 PM