India vs Bangladesh : বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন দেশের মেয়েরা

Emerging Women’s Asia Cup 2023 : বুধবার ফাইনাল ম্যাচে বৃষ্টি আর বাধা হয়নি। সুষ্ঠুভাবেই পড়শি দেশের টাইগ্রেসদের হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া এ টিম।

India vs Bangladesh : বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন দেশের মেয়েরা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 1:07 PM

হংকং: ইমার্জিং উইমেন্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। এক ম্যাচ খেলেই ফাইনালে পা রেখেছিল ভারতীয় মেয়েরা। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। বৃষ্টি বিঘ্নিত হংকংয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে দেওয়া বাংলাদেশ। বুধবার ফাইনাল ম্যাচে বৃষ্টি আর বাধা হয়নি। সুষ্ঠুভাবেই পড়শি দেশের টাইগ্রেসদের হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া এ (India A) টিম। বাংলাদেশের বিরুদ্ধে লো স্কোরিং ফাইনাল ম্যাচ ৩১ রানে জিতে নিয়েছেন শ্বেতা শেরাওয়াত, তিতাস সাধুরা। ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিলেন দুই স্পিনার মন্নত কাশ্যপ এবং শ্রেয়াঙ্কা পাটিল। জুটিতে ৭টি উইকেট নিয়েছেন। ফাইনালে উইকেট পেলেন বাংলার তিতাসও। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ইন্ডিয়া এ ক্যাপ্টেন শ্বেতা শেরাওয়াত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোরবোর্ডে ওঠে ১২৭ রান। সর্বাধিক ২৯ বলে ৩৬ রান দীনেশ বৃন্দার। পাঁচটি চার ও একটি ছয় রয়েছে তাঁর ইনিংসে। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান কনিকা আহুজার (২৩ বলে অপরাজিত ৩০ রান)। ক্যাপ্টেন শ্বেতার অবদান ২০ বলে ১৩ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আখতার ও সুলতানা খাতুন।

চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য ছিল ১২৮ রানের। তবে রান তাড়া করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ১.৫ ওভারে ওপেনার দিলারা আখতারকে ফেরান মন্নত কাশ্যপ। এরপর ৫০ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ১০০ রানের গণ্ডিও পার করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। শ্রেয়াঙ্কা পাটিল, মন্নত কাশ্যপ, কণিকা আহুজাদের দাপটে ৯৬ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। ২০তম ওভারে তিতাস সাধুর বলে সঞ্জিদা আফতার মেঘলা ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দেশের মেয়েরা। শ্রেয়াঙ্কা ৪, মন্নত ৩ ও কণিকা দুটি উইকেট নিয়েছেন। গোটা টুর্নামেন্টে ফাইনাল-সহ মোট দুটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরছেন তিতাসরা।