MS Dhoni : বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়া! জিম্বাবোয়ের ম্যাচে ধোনির জার্সি হাতে হাজির এক ভক্ত

NED vs ZIM, ICC ODI World cup qualifier : বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়ার আরও এক প্রমাণ পাওয়া গেল চলতি ওডিআই বিশ্বকাপের বাছাই পর্বে। হারারেতে নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। সেখানেই পৌঁছে গিয়েছিলেন এক ধোনি ভক্ত।

MS Dhoni : বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়া! জিম্বাবোয়ের ম্যাচে ধোনির জার্সি হাতে হাজির এক ভক্ত
বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়া! জিম্বাবোয়ের ম্যাচে ধোনির জার্সি হাতে হাজির এক ভক্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 12:06 PM

হারারে : বিশ্বের বিভিন্ন প্রান্তে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে মাতামাতির অন্ত নেই। দেশে তো বটেই, বিদেশেও প্রাক্তন ভারত অধিনায়কের ফ্যানেরা ছড়িয়ে রয়েছেন। ক্যাপ্টেন কুলকে এখন শুধু আইপিএলে খেলতে দেখা যায়। কিন্তু তাতে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা, উত্তেজনা সবই বেড়েছে। বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়ার আরও এক প্রমাণ পাওয়া গেল চলতি ওডিআই বিশ্বকাপের বাছাই পর্বে। হারারেতে নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের (Netherlands vs Zimbabwe) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। সেখানেই পৌঁছে গিয়েছিলেন এক ধোনি ভক্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মহেন্দ্র  সিং ধোনির ফ্যানবেস যে কাউকে অবাক করে দেবে। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন মাহির ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ধোনির নামে একাধিক ফ্যান পেজ রয়েছে। ধোনি ভক্তরা নিয়মিত তাঁঁকে নিয়ে পোস্ট শেয়ার করেন। এখন সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে তেমনই এক পোস্ট ভাইরাল। তাতে দেখা গিয়েছে জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপের বাছাই পর্বে NED vs ZIM ম্যাচে হাজির হয়েছিলেন মাহির এক ভক্ত। ধোনির সিএসকে জার্সি হাতে সেই ভক্তর ছবি ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়েছে।

নেদারল্যান্ডসের ইনিংস চলাকালীন, ৪৫.৩ ওভারে টেলিভশন ক্যামেরা প্যান হতেই ধরা পড়ে এই ছবি। দেখা যায় স্ট্যান্ডে বসে থাকা এক ভক্ত ধরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর লেখা সিএসকের একটি জার্সি। ওই মাহিভক্তর গলায় জড়ানো ছিল জিম্বাবোয়ের একটি পতকাও।

উল্লেখ্য, ডাচদের বিরুদ্ধে ওই ম্যাচে ৬ উইকেটে জিতেছে জিম্বাবোয়ে। তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা জিম্বাবোয়ের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়ে দলকে জিতিয়েছেন। ২৪ জুন রয়েছে বিশ্বকাপের বাছাই পর্বে জিম্বাবোয়ের পরবর্তী ম্যাচ। সেখানে রাজাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।