IND vs ZIM, Washington Sundar: সুন্দরের সুন্দর স্পেল, হ্যাটট্রিক মিসেও দুর্দান্ত প্রত্যাবর্তন

India tour of Zimbabwe: জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। কুলদীপ যাদব থাকলে অবশ্য একাদশে সুযোগ পেতেন না ওয়াশিংটন সুন্দর। রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছে। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ভারতের স্কোয়াডে কোনও অফস্পিনার ছিল না। এর কারণ হিসেবে বলা হয়েছিল, টিমে কুলদীপ রয়েছেন।

IND vs ZIM, Washington Sundar: সুন্দরের সুন্দর স্পেল, হ্যাটট্রিক মিসেও দুর্দান্ত প্রত্যাবর্তন
Image Credit source: SONY SPORTS
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 6:20 PM

জাতীয় দলে তাঁর আসা যাওয়া লেগেই থাকে। কখনও চোটের কারণে। অনেক সময় কারণ অজানা থাকে। জিম্বাবোয়ে সফরে তরুণ দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুভমন গিলের নেতৃত্বে স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। তরুণ স্কোয়াডে রয়েছেন ওয়াশিংটন সুন্দরও। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত সুযোগ পাননি। স্বাভাবিক ভাবেই কেরিয়ারের একটা অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়েছেন। টিমে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স জিম্বাবোয়ের বিরুদ্ধে।

জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। কুলদীপ যাদব থাকলে অবশ্য একাদশে সুযোগ পেতেন না ওয়াশিংটন সুন্দর। রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছে। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ভারতের স্কোয়াডে কোনও অফস্পিনার ছিল না। এর কারণ হিসেবে বলা হয়েছিল, টিমে কুলদীপ রয়েছেন। কুলদীপ বাঁ হাতি রিস্ট স্পিনার। ফলে কোনও অফস্পিনার যেমন ডান হাতি ব্যাটারের জন্য বল ভেতরে আনবেন, বাঁ হাতি রিস্ট স্পিনারও তাই। ওয়াশিংটনের কাছে তাই দুর্দান্ত সুযোগ।

প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে সুযোগ কাজে লাগালেন ওয়াশিংটন। একটি রান আউটের ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। তাঁর বোলিংয়ে সুইপ করবেন না সোজা ব্যাটে খেলবেন, ধাঁধায় ছিলেন জিম্বাবোয়ে ক্রিকেটাররা। জিম্বাবোয়ে ইনিংসের ১৫তম ওভার। দ্বিতীয় ডেলিভারিতে ফেরান ডিওন মেয়ার্সকে। কট অ্যান্ড বোল। পরের বলে গোল্ডেন ডাক ওয়েলিংটন মাসাকাদজা। লাইন মিস করেন, উইকেটের পিছনে কোনও ভুল করেননি অভিষেককারী ধ্রুব জুড়েল।

হ্যাটট্রিকের সুযোগ ছিল ওয়াশিংটনের। স্লিপ এবং লেগ স্লিপও সেট করেন ক্যাপ্টেন শুভমন গিল। দুর্দান্ত ডেলিভারি করলেও হ্যাটট্রিক হয়নি। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ওয়াশিংটনের সুন্দর প্রত্যাবর্তন।