India vs Afghanistan, 3rd T20 Live Streaming: রোহিতের শূন্যর হ্যাটট্রিক আটকানোর চ্যালেঞ্জ, কোথায় ও কী ভাবে দেখবেন এই ম্যাচ?
IND vs AFG: প্রথম দু-ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজও জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে মূল নজর ছিল ক্যাপ্টেন রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলির প্রত্যাবর্তনে। ক্যাপ্টেন হিসেবে রোহিতের প্রত্যাবর্তন হয়েছে সিরিজ জয়ে। যদিও ব্যাটার রোহিত প্রথম দু-ম্যাচেই শূন্যতে আউট হয়েছেন। শূন্যর হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ রোহিতের। বিরাট প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে ছিলেন। একটি ক্যামিও ইনিংস খেলেন কিং কোহলি।

সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে এটিই শেষ সিরিজ ভারতের। প্রথম দু-ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। সিরিজে মূল নজর ছিল ক্যাপ্টেন রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলির প্রত্যাবর্তনে। ক্যাপ্টেন হিসেবে রোহিতের প্রত্যাবর্তন হয়েছে সিরিজ জয়ে। যদিও ব্যাটার রোহিত প্রথম দু-ম্যাচেই শূন্যতে আউট হয়েছেন। শূন্যর হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ রোহিতের। বিরাট প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে ছিলেন। একটি ক্যামিও ইনিংস খেলেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বিরাট কোহলির কাছে হোমগ্রাউন্ডও বলা যায়। সেখানেই সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুখোমুখি সাক্ষাৎ কী বলছে? প্রথম বার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত এবং আফগানিস্তান। বিভিন্ন টুর্নামেন্ট ও এ বারের দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও অবধি মোট ৭ বার মুখোমুখি হয়েছে। ভারতের পাল্লা ভারী। ভারত জিতেছে ৬ টি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিতই ছিল।
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচটি হবে আগামী কাল ১৭ জানুয়ারি (বুধবার)।
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচটি বেঙ্গালুরুতে। বিরাট কোহলির দ্বিতীয় ‘হোম গ্রাউন্ড’ চিন্নাস্বামী স্টেডিয়ামে।
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু?
স্থানীয় সময় অনুযায়ী বাকি দু-ম্যাচের মতো তৃতীয় টি-২০ ম্যাচটিও সন্ধ্যা ৭টা থেকে। তার আধঘণ্টা আগে টস।
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
টেলিভিশনে স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) । এ ছাড়া মোবাইলেও দেখা যাবে এই ম্যাচ। জিও সিনেমা অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন বিনামূল্যে। আর ভারত বনাম আফগানিস্তান তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচেরই লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।





