রোহিতের ওই শটটা মেনে নিতে পারছি না

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে টিভি নাইন বাংলায় শরদিন্দু মুখোপাধ্যায়ের কলম।

রোহিতের ওই শটটা মেনে নিতে পারছি না
Follow Us:
| Updated on: Jan 16, 2021 | 3:03 PM

শরদিন্দু মুখোপাধ্যায়

যখন কোচিং করাই, আমরা কোচেরা বলি, ২৫ করলে ৫০-র জন্য তৈরি করো নিজেকে। ৫০ করলে ৭৫। আর ৭৫ পার করলে ১০০-র দিকে এগোও। বড় ইনিংস খেলার এটাই ধারা। ময়দান হোক কিংবা রঞ্জি ট্রফি, ওয়ানডে হোক অথবা টেস্ট— যে কোনও ব্যাটসম্যান এই অলিখিত নিয়মটাই মানার চেষ্টা করে। জুনিয়রদের এই স্কিলটা অর্জন করতে হয়। সে যখন সিনিয়র হয়ে যায়, তখন এটাই হয়ে যায় তার সহজাত। কিন্তু অবাক হয়ে দেখলাম, সেট হওয়া সত্ত্বেও, বিপক্ষের বোলারদের চমত্‍কার সামলানো সত্ত্বেও, একের পর এক সাবলীল শট নেওয়া সত্ত্বেও রোহিত এই বাজে ভুলটা করল।

লিয়ঁকে আনাই হয়েছিল টোপ দেওয়ার জন্য। অ্যাটাকিং ব্যাটিংটাই রোহিতের সহজাত। অফস্পিনারের বিরুদ্ধে বড় শট নিতে ভালোবাসে। লিয়ঁকে এনে ওকে লোভ দেখানো হল, যাতে ভুলটা করে বসে। সেটাই করল। যখন স্কোয়্যার লেগ আর লং অনে দুটো ফিল্ডার দাঁড়িয়ে, তখন স্টেপ আউট করার কোনও দরকার ছিল না। বরং ও উইকেটে থাকলে অস্ট্রেলিয়া ব্য়াকফুটে থাকত। বিশেষ করে ৪৪ রান করে ফেলেছে যখন, তখন ওর উচিত ছিল সিনিয়র হিসেবে আরও দায়িত্ব নেওয়া।

বৃষ্টিতে তৃতীয় সেশনটা ভেসে যাওরার পর দ্বিতীয় দিনের শেষে ভারত ৬৬-২। ক্রিজে পূজারা আর রাহানে আছে। যা পরিস্থিতি এখন, ভারতের পক্ষেই আছে ব্রিসবেন টেস্ট। কাল, তৃতীয় দিনটা নতুন করে শুরু করুক। দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, রাহানে আর পূজারার মধ্যে যে কোনও একজনকে লম্বা সময় থাকতে হবে ক্রিজে। দুই, মায়াঙ্ক-পন্থদের একজনকে একটা বড় ইনিংস খেলতে হবে। এটা যদি করতে পারে ভারত, নিশ্চিত ভাবেই স্কোরবোর্ডে বড় রান উঠবে। কারণ, হাতে আর তিনটে দিন। রাহানেরা যদি ভালো স্কোর খাড়া করতে পারে, অস্ট্রেলিয়াই চাপে থাকবে।

আগেই বলেছিলাম যে, অস্ট্রেলিয়াকে যদি ৪০০-র নীচে বেঁধে রাখতে পারে, তা হলে কিন্তু ভারত অ্যাডভান্টেজে থাকবে। সেটাই হয়েছে। আগের দিনের ২৭৪-৫ নিয়ে নামা অজিরা ৩৬৯-র বেশি এগোতে পারেনি। নতুন বলে ভারতীয় পেসাররা চমত্‍কার পারফর্ম করার জন্য। বুমরার মতো পেসার টিমে না থাকার জন্য় কার্যত তরুণ বোলারদের নিয়ে নেমেছে ভারত। যাদের অভিজ্ঞতা একদম কম। তার পরও ওরা কিন্তু সেরাটা দিয়েছে। সিরাজ, নটরাজনরা ভারতের ভবিষ্যত্‍। একই সঙ্গে বলতে হবে ওয়াশিংটন সুন্দরের কথাও। অশ্বিনের মতো স্পিনারের বদলি হিসেবে যে টিমে এসেছে, তার উপর চাপ থাকবেই। সেটা মাথায় নিয়েও তিনটে উইকেট তুলল। ক্যামেরন গ্রিুনকে (৪৭) ফিরিয়েছে ও-ই। শার্দূলও নিরাশ করেনি।

ব্রিসবেন টেস্টের আগামী তিনটে দিন কী হবে? বর্ডার-গাভাসকর ট্রফি কিন্তু এখনও ভারতের দখলে। আর তিনটে দিন যদি পার করে দিতে পারি আমরা, এই সিরিজটাও ঐতিহাসিক হয়ে উঠবে!

আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় সেশন, বিতর্কে রোহিত

আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?