ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জমবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে… ভবিষ্যদ্বাণী দুই কিংবদন্তির
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যাত্রা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ইংল্যান্ড।

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ২ ফেব্রুয়ারি। হাতে আর মাত্র ১৬দিন। তারপরই শুরু হবে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশ কয়েক বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আট টিমের এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে দুই কিংবদন্তি বেছে নিয়েছেন টুর্নামেন্টের দুই ফেভারিট টিমকে। তাঁদের মতে, ওই দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে। এই দুটো টিম হল ভারত ও অস্ট্রেলিয়া। আর এই শক্তিশালী দুই দলকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভাবছেন কারা?
ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ভারত ও অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট টিম হিসেবে বেছে নিয়েছেন। সঞ্জনা গণেশনের সঙ্গে দ্য আইসিসি রিভিউ-তে রবি শাস্ত্রী ও রিকি পন্টিং ভারত ও অস্ট্রেলিয়ার সকল ফর্ম্যাটে সাফল্যের কথা বলেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট হিসেবে ভারত ও অস্ট্রেলিয়াকে বেছে নেওয়ার পর রিকি পন্টিং বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া টুর্নামেন্টের ফাইনালিস্টের কথা ভাবা যায় না। শুধু ভাবুন দুটো দেশের ক্রিকেট টিমে কত প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে। যদি সাম্প্রতিককালের বড় আইসিসি ইভেন্টগুলো দেখা হয়, নজরে পড়বে সেখানে কোনও না কোনওভাবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া রয়েছে।’ পন্টিংয়ের পাশাপাশি ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়া সবচেয়ে সেরা ফর্মে রয়েছে। আর যার ফলে অন্য দলগুলোর এই দুই দলকে চ্যালেঞ্জ জানাতে হলে আর একটু বেশি শক্তিশালী হতে হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যাত্রা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ইংল্যান্ড।