বিরাট শাসনে আগুন জ্বালালেন ঈশান

মোতেরায় (Motera) রাজকীয় মেজাজে ফিরলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)। দলের বিপদে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ক্রিকেটটাকে উপভোগ করলেন।

বিরাট শাসনে আগুন জ্বালালেন ঈশান
বিরাট শাসনে আগুন জ্বালালেন ঈশান (সৌজন্যে-বিসিসিআই টুইটার)
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 10:45 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ইংল্যান্ড- ১৬৪/৬ (২০ ওভার) ভারত- ১৬৬/৩ (১৭.৫ ওভার)

বিরাট কোহলি আর ঈশান কিষান। দু’জনের কাছেই ছিল রবিবারের ম্যাচ প্রমাণের মঞ্চ। মোতেরার ২২ গজে ব্যাট হাতে ঝলসে উঠলেন দু’জনেই। প্রথম জন রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ব্যাটে রান নেই। আন্তর্জাতিক ক্রিকেটে পরপর দু’ম্যাচে শূন্য রানে ফেরেন। রবিবাসরীয় মেগা ম্যাচে ইংল্যান্ড বোলারদের শাসন করলেন অধিনায়ক বিরাট কোহলি। একেবারে চেনা মেজাজে ফিরলেন রান মেশিন। আর অপরজন তো অভিষেক ম্যাচেই কামাল করে দেখালেন। ব্যর্থ হলেই হয়তো বাদের তালিকায় পড়ে যেতেন। কারণ পরিবর্ত হিসেবে পরের ম্যাচে জায়গা পেতেন অন্য কেউ। নতুন প্রজন্মের ভারতীয় ক্রিকেট দলের বেঞ্চ যে এতটাই শক্তিশালী। চ্যালেঞ্জটা নিয়েই ব্যাট হাতে ইংরেজদের উপর ছড়ি ঘোরালেন পাটনার ২২ বছরের বাঁ-হাতি তরুণ ব্যাটসম্যান। অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন ঈশান কিষান। ৩২ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস শেষ করে যখন প্যাভিলিয়নে ফিরলেন তখন ঈশানের জন্য প্রাপ্য ছিল অধিনায়কের ভালোবাসা আর সতীর্থদের কুর্নিশ।

টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। শুরুতেই বাটলারকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তবে এ দিনও রান পেলেন সেই জেসন রয়। ৪৬ রানে আউট হন ইংল্যান্ডের এই ওপেনার। পরের দিকে ইয়ন মর্গ্যান (২০ বলে ২৮), বেন স্টোকসদের (২১ বলে ২৪) সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে ইংল্যান্ড। ভারতের ২টি করে উইকেট নেন শার্দূল ঠাকুর আর ওয়াশিংটন সুন্দর। রান তাড়া করতে নেমে শুরুতেই সাম ক্যুরানের বলে আউট হন লোকেশ রাহুল (০)। রাহুলের সঙ্গে এ দিন ওপেন করতে নামেন নবাগত ঈশান কিষান। তাঁকে সঙ্গী করেই দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড বোলারদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সাহসটা দেখান ঈশান কিষানই। জন্ম পাটনায় হলেও ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়েই খেলেন তিনি। ধোনির কাছ থেকেই ডাকাবুকো ব্যাটিংয়ের শিক্ষাটা পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সারা ফেলে দেওয়া ঈশান কিষান এ বার ভারতীয় ক্রিকেটেও নতুন মুখ হতে চলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকদের ধন্ধে ফেলে দিল ঈশান কিষানের এই ঝোড়ো ইনিংস। ৩২ বলে ৫৬ রানের ইনিংসে সাজানো ৪টি ছয় ও ৫টি চার। তিনি আউট হওয়ার পর ব্যক্তিগত ২৬ রানে আউট হন ঋষভ পন্থও। ১৩ বলে ২৬ রানের ইনিংসে সাজানো ২টি ছয় ও ২টি চার।

আর যাঁর কথা না বললেই নয়! তিনি বিরাট কোহলি। মোতেরায় রাজকীয় মেজাজে ফিরলেন ক্যাপ্টেন কোহলি। দলের বিপদে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ক্রিকেটটাকে উপভোগ করলেন। অনেক দিন বাদে চেনা বিরাট কোহলিকে দেখল মোতেরা। যেই বিরাট কোহলির আত্মবিশ্বাসই প্রধান হাতিয়ার। ৪৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। ইনিংসে সাজানো ৩টি ছয় ও ৫টি চার। সিরিজ ১-১ করে এখন আত্মবিশ্বাসের চূড়ায় টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড- ১৬৪/৬ (জেসন রয় ৪৬, মর্গ্যান ২৮, স্টোকস ২৪, সুন্দর ২/২৯, শার্দূল ২/২৯), ভারত- ১৬৬/৩ (কোহলি ৭৩ অপরাজিত , ঈশান ৫৬, পন্থ ২৬, ক্যুরান ১/২২)। ৭ উইকেটে জয়ী ভারত। ৫ ম্যাচ সিরিজ এখন ১-১।