বর্ণবিদ্বেষী মন্তব্যে কড়া শাস্তি, নতুন নির্দেশিকা বোর্ডের
বিবৃতিতে তামিলনাড়ু ক্রিকেট বোর্ড বলেছে, নাক ও মুখ ঢাকা মাস্ক পরে মাঠে ঢুকতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শারীরিক অসুস্থতা নিয়ে মাঠে আসা যাবে না।
চেন্নাই: মাস্ক বাধ্যতামূলক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। ইংল্যান্ডের বিরুদ্ধে চিপকে যে দর্শকরা মাঠে ঢুকবেন, তাঁদের জন্য থাকছে এই বিধিনিষেধ। শুধু তাই নয়, গ্যালারির জন্য থাকছে এক অন্য বার্তাও। বর্ণবিদ্বেষমূলক ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য রীতিমতো বিবৃতি জারি করেছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা (TNCA)। যেখানে স্পষ্ট বলা হচ্ছে, গ্যালারিতে যদি অপ্রীতিকর কোনও ঘটনা ঘটে, তার জন্য শাস্তি পেতে হতে পারে। ভারতীয় ক্রিকেটে এই পদক্ষেপ আগে কখনও নেওয়া হয়নি।
সিডনিতে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি ওই ঘটনার তদন্তের নির্দেশ দেয়। যার প্রেক্ষিতে গ্যালারি থেকে দোষী খুঁজে বের করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই ঘটনা থেকেই যে ভারতীয় ক্রিকেট বোর্ড শিক্ষা নিতে চাইছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই রীতিমতো এ নিয়ে নির্দেশিকা জারি করল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। বোঝাই যাচ্ছে, স্পর্শকাতর কোনও বিষয়কেই হালকা নেওয়ার ভাবনা নেই তাদের।
আরও পড়ুন:চিডি, আশিরের গোলে জয়ে ফিরল মহমেডান
বিবৃতিতে বলা হয়েছে, দর্শকরা কোনও ভাবেই বর্ণবিদ্বেষ, ধর্ম বা রাজনৈতিক প্ররোচনামূলক কোনও ঘটনার সঙ্গে জড়াতে পারবে না। তেমন ঘটলে ওই নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে টিএনসিএ। করোনার পর এই প্রথম মেগা ইভেন্ট হচ্ছে ভারতে। প্রথম টেস্ট দর্শকশূন্য হলেও দ্বিতীয় টেস্ট থেকে দরজা খুলে দিচ্ছে বিসিসিআই। তবে দর্শক সংখ্যা বেঁধেও দেওয়া হচ্ছে। ১৫ হাজারের বেশি দর্শক ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চিপকে ঢুকতে পারবেন না।
আরও পড়ুন:চোট থাকলেও বল করতে ভালো লাগে, বলছেন অশ্বিন
এক বিবৃতিতে তামিলনাড়ু ক্রিকেট বোর্ড বলেছে, ‘নাক ও মুখ ঢাকা মাস্ক পরে মাঠে ঢুকতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শারীরিক অসুস্থতা নিয়ে মাঠে আসা যাবে না। যে দর্শকরা দেখতে আসবে খেলা, তাঁদেরকেও সুরক্ষা দেওয়া আমাদের কাজ।’ সেই সঙ্গে বলা হয়েছে কোভিডবিধি ভাঙলে শাস্তির মুখে পড়তে হবে।