চোট থাকলেও বল করতে ভালো লাগে, বলছেন অশ্বিন
অশ্বিন বলছেন, '৪০-৪৫ ওভার বল করার পর আবার নেটে গিয়ে বোলিং করতে আমার কোনও অসুবিধা হয় না। চোট আঘাত যতই থাকুক না কেন, বোলিং করতে আমার ভালো লাগে।'
চেন্নাই: দু’ইনিংস মিলিয়ে ৭৩ ওভার বল করেছেন। সব মিলিয়ে ঝুলিতে ৯ উইকেট। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্ট খেলতে পারেননি। এখনও কিছুটা সমস্যায় আছেন। তবু রবিচন্দ্রন অশ্বিন নিজের লম্বা বোলিং উপভোগ করছেন। চিপকে দ্বিতীয় ইনিংসে ৬১ রানে নিয়েছেন ৬ উইকেট। অশ্বিন বলছেন, ‘৪০-৪৫ ওভার বল করার পর আবার নেটে গিয়ে বোলিং করতে আমার কোনও অসুবিধা হয় না। চোট আঘাত যতই থাকুক না কেন, বোলিং করতে আমার ভালো লাগে।’
টেস্ট ৩৮৬ উইকেট রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে যতই নিজেকে মেলে ধরুন, প্রথম ইনিংসে কিছুটা হলেও পরিস্থিতি অন্যরকম ছিল। যা মেনেও নিচ্ছেন অশ্বিন। ‘উইকেট দেখে শুরুতেই মনে হয়েছিল ব্যাট করার উপযুক্ত পিচ। পাটা উইকেট বলেই টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তার পরও আমরা দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছি। পঞ্চম দিনটা ভালো গেলে আরও খুশি হব।’
.@Sundarwashi5 earns @ashwinravi99‘s praise after scoring his second fifty in as many Tests ?? @Paytm #INDvENG #TeamIndia pic.twitter.com/tOnHko8J4V
— BCCI (@BCCI) February 8, 2021
প্রথম ইনিংসে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেই জো রুট ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁর সুইপ শট আটকাতে পারেননি অশ্বিনরা। যা নিয়ে দক্ষিণী অফস্পিনার কিন্তু বলেই দিয়েছেন, ‘যখন কোনও ভালো প্লেয়ার খেলে, তার বিরুদ্ধে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা কখনও কাজে লাগে, কখনও লাগে না। কিন্তু প্রথম দিনের পিচ আর চতুর্থ দিনের পিচের মধ্যে বিস্তর ফারাক থাকে। রুট প্রথম দিন যে ভাবে ব্যাট করেছে, চতুর্থ দিন সে ভাবে করতে পারেনি।’
?️ ‘@ImIshant has been one of the most hardworking cricketers I have seen.’@ashwinravi99 was wholesome in his praise for his #TeamIndia colleague and the third Indian pacer to have 300 or more Test wickets. @Paytm #INDvENG pic.twitter.com/Gt9434IRCz
— BCCI (@BCCI) February 8, 2021
আরও পড়ুন:চিডি, আশিরের গোলে জয়ে ফিরল মহমেডান
ওয়াশিংটন সুন্দর চিপকেও হাফ সেঞ্চুরি করেছেন। অলরাউন্ডার হিসেবে ক্রমশ প্রতিষ্ঠা পাচ্ছেন। যাঁকে নিয়ে অশ্বিন বলছেন, ‘অনেকেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে ওর সাত নম্বরে ব্যাট করা নিয়ে কথা বলতে পারে। যেখানে ও সাত নম্বরে ব্যাট করে। আমি কিন্তু মনে করি, সুন্দর স্পেশাল। ওর প্রচুর প্রতিভা।’