India vs England 2021:ওপেনার শিখরেই আস্থা কোহলির
মঙ্গলবার পুনের ২২ গজে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান। টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও একদিনের ম্যাচে ধাওয়ানের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
পুনে: টেস্ট, টি-টোয়েন্টির পর এ বার ফোকাসে একদিনের সিরিজ। দুটো মিশনে সফল টিম ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে একদিনের সিরিজে হারালে ষোলো কলা পূর্ণ হবে কোহলিদের। বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। ৫০ ওভারের ফরম্যাটে মর্গ্যানদের হারানোই চ্যালেঞ্জ কোহলিদের।
? “We will continue backing our players.” #TeamIndia captain @imVkohli stresses the importance of keeping the players in good mental space. #INDvENG @Paytm pic.twitter.com/qy7AqmrW6O
— BCCI (@BCCI) March 22, 2021
মঙ্গলবার পুনের ২২ গজে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান। টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও একদিনের ম্যাচে ধাওয়ানের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন বিরাট কোহলি। ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভারত অধিনায়ক বলেন, ‘একদিনের ক্রিকেটে রোহিত শর্মার সঙ্গে ধাওয়ানই ওপেন করবে। এটা নিয়ে কোনও দ্বিধা নেই। এই জুটি বিগত কয়েক বছর ধরে আমাদের ভরসা দিয়েছে। তাই রোহিত-ধাওয়ান জুটিতেই আস্থা রাখছি।’
আরও পড়ুন:আইএসএল জন্ম দিচ্ছে নতুন তারকার, বলছেন সুনীল
টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েই জাত চিনিয়েছেন সূর্যকুমার যাদব। একদিনের দলেও ডাক পেয়েছেন তিনি। মিডল অর্ডারে কোহলির ভরসা হয়ে উঠতে পারেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া সফরে অনবদ্য পারফর্ম করার দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও নজর কেড়েছিলেন ঋষভ পন্থ। একদিনের দলেও রয়েছেন তিনি। মিডল অর্ডারে শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলদের পাশাপাশি রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থরাও। ফলে এগারো জনের দলে জায়গা করে নেওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা চলবে প্রত্যেকের মধ্যে। হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া আর ওয়াশিংটন সুন্দর- তিন অলরাউন্ডার রয়েছেন স্কোয়াডে। ভারতীয় দলে ডাক পেয়েছেন নবাগত পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। এছাড়া নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজরা তো রয়েইছেন। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই শক্তিশালী বিরাটের দল।
আরও পড়ুন:অলিম্পিকের প্র্যাক্টিস করতে গিয়ে মৃত্যু সার্ফার ক্যাথরিনের
কনুইয়ের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার। টানা দুটো সিরিজ হেরে মানসিক ভাবেও বিপর্যস্ত ইংল্যান্ড শিবির। ঘুরে দাঁড়াতে মরিয়া মর্গ্যানরা। তবে আত্মবিশ্বাসের শিখরে থাকা টিম ইন্ডিয়া প্রস্তুত একদিনের সিরিজেও ইংরেজদের নাকানিচোবানি খাওয়াতে।