Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Test Cricket Stat: কেপটাউন টেস্টের প্রথম দিন একঝাঁক রেকর্ড! বিস্তারিত রইল…

IND vs SA, 2nd Test Day 1: ভারত-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টের প্রথম দিন নানা রেকর্ডই হল। কোনওটা ভারতের জন্য লজ্জার। আবার কোনওটা দু-দলের জন্যই। নানা দিক থেকেই এখনও অবধি স্মরণীয় হয়ে রয়েছে কেপটাউন টেস্ট। প্রথম দিন পড়েছে ২৩ উইকেট। অভিষেক টেস্টেই প্রথম দিন দু-বার আউট হয়েছেন প্রোটিয়া ব্যাটার ত্রিস্তান স্টাবস। কেরিয়ারের বিদায়ি টেস্ট খেলতে নামা ডিন এলগার শেষ বারের মতো ব্যাটিং করেছেন। কেরিয়ারের শেষ ইনিংসে তাঁকে ফেরান মুকেশ কুমার।

Test Cricket Stat: কেপটাউন টেস্টের প্রথম দিন একঝাঁক রেকর্ড! বিস্তারিত রইল...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 04, 2024 | 6:00 AM

কলকাতা: কেপটাউনে একঝাঁক রেকর্ড। প্রথম দিন পড়ল ২৩ উইকেট! এর মধ্যে মাত্র একটি রানআউট। বাকি ২২টি উইকেটই বোলারদের দখলে। আরও নিখুঁত বললে, পেসারদের দখলে। পুরুষদের টেস্ট ক্রিকেটে দীর্ঘ ৭০ বছর পর একদিনেই তিনটি ইনিংস দেখা গেল। আর যা যা রেকর্ড হল এই ম্যাচের প্রথম দিন…। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যে রেকর্ড হল…

  1. ২৩-কেপটাউন টেস্টের প্রথম দিন বুধবার এতগুলি উইকেট। ২০১১ সালে একই মাঠে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় দিন ২৩ উইকেট পড়েছিল।
  2. ১-টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি উইকেট এর আগে একবারই হয়েছিল। ১৯০২ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিন ২৫ উইকেট পড়েছিল। সেটি হয়েছিল মেলোর্নে।
  3. ১৫৩-প্রথম ইনিংস শেষ হল ভারতের। একই স্কোরে শেষ ৬টি উইকেট হারিয়েছে ভারত। টেস্টের ইতিহাসে প্রথম বার।
  4. ১১-শেষ ৬টি উইকেট পড়েছে ভারতের। মাত্র ১১ বলের ব্যবধানে ৬ উইকেট টেস্ট ক্রিকেটে হয়েছে বলে তথ্য নেই। এর আগে ২৭ বলের ব্যবধানে এই রেকর্ড ছিল।
  5. ৩৪৯-ভারত ও দক্ষিণ আফ্রিকা মিলিত ভাবে প্রথম ইনিংসে এতগুলি ডেলিভারি খেলেছে। দ্বিতীয় সর্বনিম্ন। ১৯০২ মেলবোর্ন টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মিলিত ভাবে প্রথম ইনিংসে খেলেছিল ২৮৭ বল।
  6. ৮-সব মিলিয়ে অষ্টমবার টেস্টের একই দিনে তিনটে ইনিংস হল। পুরুষদের টেস্ট ক্রিকেটে ৭০ বছর পর এই প্রথম বার।
  7. ৯.৪-ওভারেই প্রথম ইনিংসে লিড নেয় ভারত। পুরুষদের টেস্টে এটিই দ্রুততম। এর আগে নিউজিল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ১১.২ ওভারের মধ্যেই প্রথম ইনিংস লিড নিয়েছিল।
  8. ২-টেস্ট অভিষেকের একই দিনে দু-বার আউট হওয়ার নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবস। এর আগে ইংল্যান্ডের হ্যারি বাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেকে একদিনে দু-বার আউট হয়েছিলেন।
  9. ৬-ভারতের ছয় ব্যাটার শূন্য রানে ফেরেন। টেস্টের ইতিহাসে মিলিত ভাবে রেকর্ড। এর আগে সাত-বার টেস্টের এক ইনিংসে ৬জন ব্যাটার শূন্য রানে ফিরেছেন।
  10. ০-ভারতের শেষ পাঁচ ব্যাটারের সম্মিলিত স্কোর। এর মধ্যে চারটি শূন্য। এর আগে শেষ পাঁচ ব্যাটার কোনও রান যোগ করতে পারেনি, এমন দু-বার হয়েছে। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ এবং অকল্যান্ডে নিউজিল্যান্ড। দু-বারই পাকিস্তানের বিরুদ্ধে।