সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলার তিতাস! অপেক্ষা স্মৃতির
India vs Australia 2nd ODI: ভারতীয় মহিলা ক্রিকেট দলে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অমোল মুজুমদারকে। এ মাসের শুরুতেই কোচ হিসেবে 'অভিষেক' হয়েছে তাঁর। দায়িত্ব নিয়ে অমোল শুরুতেই পরিষ্কার করে দিয়েছিলেন, ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে কোনও আপোষ করা যাবে না। অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে শুরুতেই স্নেহ রানার একটি দুর্দান্ত ক্যাচ দেখা যায়। অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে এই ক্যাচে ফেরান স্নেহ। কিন্তু পুরো ম্যাচে ভারতের ফিল্ডিং খুবই হতাশাজনক হয়েছে।

মুম্বই: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে হেরেছে ভারত। লাল-বলের ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স ভারতের মহিলা ক্রিকেট দলের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়। যদিও অজিদের বিরুদ্ধে সীমিত ওভারের শুরুটা স্বস্তির হয়নি। প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারত পিছিয়ে। চোটের কারণে প্রথম ওডিআই-তে স্মৃতি মান্ধানাকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের ট্র্যাক রেকর্ড স্বস্তির নয়। টেস্ট জিতে আসায় আত্মবিশ্বাসে ভরপুর ছিল উইমেন ইন ব্লু। বোর্ডে বড় রান তুলেও যে ভাবে হার, টিম ম্যানেজমেন্টের কাছে যথেষ্ঠ অস্বস্তির। আজ দ্বিতীয় ওডিআইতে প্রত্যাশা, স্মৃতি ফিরুক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় মহিলা ক্রিকেট দলে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অমোল মুজুমদারকে। এ মাসের শুরুতেই কোচ হিসেবে ‘অভিষেক’ হয়েছে তাঁর। দায়িত্ব নিয়ে অমোল শুরুতেই পরিষ্কার করে দিয়েছিলেন, ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে কোনও আপোষ করা যাবে না। অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে শুরুতেই স্নেহ রানার একটি দুর্দান্ত ক্যাচ দেখা যায়। অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে এই ক্যাচে ফেরান স্নেহ। কিন্তু পুরো ম্যাচে ভারতের ফিল্ডিং খুবই হতাশাজনক হয়েছে।
ঘরের মাঠে ওয়ান ডে-তে টানা আট ম্যাচে হার ভারতের। যা নিঃসন্দেহে চিন্তার। ২০২৫ সালে ওয়ান ডে বিশ্বকাপ। তার জন্য কম্বিনেশন সাজিয়ে নিতে চাইছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও অমোল মুজুমদার। পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ বাংলাদেশে। সেখানে গত সফরে পাওয়ার হিটারের অভাবে ভুগছিল ভারতীয় দল। প্রথম ওডিআইতে পূজা বস্ত্রকার সেই ভূমিকায় সফল। ভারতের মূল চিন্তা ফিল্ডিংই।
প্রথম ওডিআইতে অভিষেক হয়েছিল বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাকের। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওডিআইতে স্নায়ুর চাপে ভুগেছেন। পাশাপাশি ফিল্ডারদের থেকেও সেই অর্থে সহযোগিতা পাননি। বোলিং কম্বিনেশনে পরিবর্তন দেখা যেতে পারে। সিরিজ জিইয়ের রাখার ম্যাচে ওডিআই অভিষেক হতে পারে বাংলার পেসার তিতাস সাধুর। তবে ভারতীয় শিবিরে একটাই মন্ত্র। বল ফসকানো যাবে না!
ভারত বনাম অস্ট্রেলিয়া, দুপুর ১.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার





