IND W vs ENG W: ‘হার্দিক’ ও ‘শর্মাজির’ দুরন্ত পারফরম্যান্সে দু-দিনেই জয়ের সামনে ভারত
India vs England Only Test: প্রথম ইনিংসে ৪২৮ রানের বিশাল স্কোর ভারতের। তেমনই দ্বিতীয় দিন স্পিন দাপট। ইংল্যান্ডকে মাত্র ১৩৬ রানেই অলআউট করে ভারত। পেসার রেনুকা সিংয়ের প্রাথমিক ধাক্কার পর দীপ্তির স্পিন দাপট। ইংল্যান্ড ওপেনার ট্যামি বোমন্টকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট করেন পূজা বস্ত্রকার। ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইটেরও উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা সব মিলিয়ে মাত্র ৫.৩ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট।

মুম্বই: ভারতীয় দলে ডাক নাম নতুন নয়। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, প্রত্যেকেরই ডাক নাম রয়েছে। মহম্মদ সামিকে যেমন ‘লালা’ ডাকা হয় টিম ইন্ডিয়ায়। তেমনই জাডেজাকে ‘বাপু’। ভারতের মহিলা ক্রিকেট দলেও এমন ডাক নাম রয়েছে। কিংবদন্তি মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে জুনিয়ররা ডাকেন মিতুদি, ঝুলুদি নামেই। তেমনই বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর ‘হ্যারিদি’। দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে টেস্ট খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দু-দিনেই জয়ের মঞ্চ প্রস্তুত ভারতের। অনবদ্য পারফরম্যান্স ‘হার্দিক’ ও ‘শর্মাজির’! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পরপর দুটি টেস্ট খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে বিশাল স্কোর ভারতের। শুভা সতীশ, জেমাইমা, যস্তিকার পর হাফসেঞ্চুরি দীপ্তি শর্মারও। সতীর্থরা তাঁকে ডাকেন শর্মাজি বলে। স্টাম্প মাইকে বার বার সে কথা ধরা পড়েছে। তেমনই পেস বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকার সতীর্থদের কাছে পরিচিত ‘হার্দিক’ হিসেবে।
প্রথম ইনিংসে ৪২৮ রানের বিশাল স্কোর ভারতের। তেমনই দ্বিতীয় দিন স্পিন দাপট। ইংল্যান্ডকে মাত্র ১৩৬ রানেই অলআউট করে ভারত। পেসার রেনুকা সিংয়ের প্রাথমিক ধাক্কার পর দীপ্তির স্পিন দাপট। ইংল্যান্ড ওপেনার ট্যামি বোমন্টকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট করেন পূজা বস্ত্রকার। ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইটেরও উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা সব মিলিয়ে মাত্র ৫.৩ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে দীপ্তি ২০ রানে ফিরলেও দ্রুত গতিতে রান তুলেছেন। অপরাজিত রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকার। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ১৮৬ রান তুলে নিয়েছে ভারত। সবমিলিয়ে ৪৭৮ রানের বিশাল লিড ভারতের কাছে।
ম্যাচের এখনও দু-দিন বাকি। বল যে ভাবে টার্ন করছে, তাতে তৃতীয় দিন দ্রুতই হয়তো ডিক্লেয়ার দেবে ভারত। কিংবা দ্রুত রান তুলতে গিয়ে অলআউট হলেও ক্ষতি নেই। ইংল্যান্ডকে অলআউট করে ম্যাচ জেতা যেন সময়ের অপেক্ষা ভারতীয় টিমের কাছে।





