Ajinkya Rahane : ক্যারিবিয়ান সফরের মাঝপথে কাউন্টিতে খেলতে যাবেন রাহানে
IND vs WI : আসলে জুন মাসে ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। এই সফরের প্রথমেই হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্টে খেলার পরই ইংল্যান্ডে চলে যাবেন রাহানে।
নয়াদিল্লি : কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে… আর পুরনো জুটি? অতীতে দেশের হয়ে একাধিক ম্যাচে জুটিতে দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ক্রিকেট মহলে এই জুটি পরিচিত ‘পুরানে’ নামে। এই দুই ক্রিকেটারের জাতীয় দলে ডাক পড়ে সাদা জার্সি ও লাল বলের খেলায়। তাই তো সাদা জার্সিতে ভারতের ম্যাচ থাকলেই ক্রিকেট প্রেমীদের নজর থাকে পুরানে জুটিতে। কিন্তু দিনকয়েক আগে ওভালে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হল তাতে এই পুরানে জুটির চমক দেখা যায়নি। তবে ওভালে ধ্বনি উঠেছিল কামব্যাক কিং রাহানে। WTC ফাইনালে একদিকে যখন অজি আগ্রাসনের কাছে নড়বড় করছিল ভারত, সেই সময় ভারতকে লড়াইতে রেখেছিলেন রাহানে। হঠাৎ করে জাতীয় জাতীয় দল থেকে দূরে চলে যাওয়ার যন্ত্রণা কতটা তা জানেন রাহানে। তাই নজরকাড়া কামব্যাকের পর রাহানের ফোকাসে জাতীয় দলে জায়গা ধরে রাখা। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের এক সূত্রের খবর, আসন্ন ক্যারিবিয়ান সফরের মাঝেই লেস্টারশায়ারের (Leicestershire) হয়ে খেলতে যাবেন রাহানে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে জুন মাসে ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। এই সফরের প্রথমেই হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্টে খেলার পরই ইংল্যান্ডে চলে যাবেন রাহানে। কারণ লেস্টারশায়ারের সঙ্গে চুক্তি রয়েছে রাহানের। চলতি বছরের জানুয়ারিতে কাউন্টি ক্রিকেট ক্লাব লেস্টারশায়ারের সঙ্গে রাহানের চুক্তি হয় যে সেখানে তিনি ৮টি প্রথম শ্রেণির ম্যাচে খেলবেন। এবং চুক্তি অনুযায়ী আইপিএলের পর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রাহানের লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এবং রয়্যাল লন্ডন কাপেও রাহানের খেলার কথা ছিল। কিন্তু আইপিএলের পর বিশ্ব টেস্ট ফাইনালে সুযোগ পাওয়ায় রাহানের লেস্টারশায়ারের হয়ে খেলা হয়নি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্রের মতে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টো টেস্টে (যা সম্ভবত শেষ হওয়ার কথা ২৪ জুলাই) খেলার পরই ইংল্যান্ডে চলে যাওয়ার কথা অজিঙ্কের। এবং লেস্টারশায়ারে যোগ দিয়ে বাকি মরসুমটা ওখানেই কাটানোর কথা ওর। অগস্টে হয়তো তিনি রয়্যাল লন্ডন কাপে খেলবে এবং সেপ্টেম্বরে হয়তো ৪টি কাউন্টি ম্যাচে খেলবেন।’ এই নিয়ে দ্বিতীয় বার কাউন্টি ক্রিকেটে খেলতে চলেছেন রাহানে। অতীতে ২০১৯ সালে যখন ওডিআই বিশ্বকাপে সুযোগ পাননি সেই সময় কাউন্টিতে খেলেছিলেন। সে বার তিনি খেলেছিলেন হ্যাম্পশায়ারের হয়ে।
একটা সময় দাবি উঠেছিল, আর কি ভারতের টেস্ট টিমে ফিরতে পারবেন রাহানে? WTC ফাইনালের মঞ্চে ব্যাট হাতে এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন রাহানে। এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করার পরই নির্বাচকদের ভাবনায় ঢুকে পড়েছিলেন রাহানে। মাহিও নির্বাচকদের রাহানেকে নিয়ে আশ্বস্ত করেছিলেন। সুযোগ পেয়ে কোনও ভুল করেননি জিঙ্কস। ওভালে ক্ষতবিক্ষত আঙুল নিয়ে লড়াই করেন তিনি। ভারত এ বারের বিশ্ব টেস্ট ফাইনালে হারলেও রাহানের লড়াকু ইনিংসকে সকলে কুর্নিশ জানিয়েছিল।