IPL 2024: ক্যাপ্টেন হলে দায়িত্ব নিতে হয়… হার্দিককে কেন ধুয়ে দিলেন বাংলার পেসার?

IPL, Mumbai Indians: হার্দিকের কাছে এই আইপিএল সহজ নয়, বরং নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সেটা গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচেই প্রমাণ হয়ে গিয়েছে। বিশেষ করে রোহিতের ছায়া থেকে বেরিয়ে আসতে হলে হার্দিককে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেটা কিন্তু প্রথম ম্যাচে দেখা যায়নি। হার্দিক যে চাপে রয়েছেন, সন্দেহ নেই। কথা হল, তিনি নিজের উপর এই চাপ রাখছেনই বা কেন?

IPL 2024: ক্যাপ্টেন হলে দায়িত্ব নিতে হয়... হার্দিককে কেন ধুয়ে দিলেন বাংলার পেসার?
Image Credit source: MUMBAI INDIANS
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 8:07 PM

কলকাতা: ‘ঘরে ফেরা’ সুখের হল না! অবশ্য তিনিই ভেবেছিলেন ঘরে ফেরা। অন্য কেউ কিন্তু তাঁকে ‘ঘরের ছেলে’ ভাবতে পারেনি। তিনি যত বারই বল হাতে এসেছেন, গ্যালারি থেকে উড়ে এসেছে কটাক্ষ। যা মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচটা জিততেও পারলেন না হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে দেওয়া হয়েছে নেতৃত্বভার। তিনি কতটা তৈরি এমন গুরুদায়িত্ব নেওয়ার জন্য? এই প্রশ্ন ছিল। থাকবেও। যতবার হারবে টিম, ততবার তাঁকে নিয়ে উঠবে প্রশ্ন। যে হার্দিকের ক্যাপ্টেন্সিতে একবার আইপিএল চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছেন, সেই মহম্মদ সামি কিন্তু ধুয়ে দিলেন।

চোটের কারণে খেলতে পারছেন না। কিন্তু গুজরাটের জয়ে উচ্ছ্বসিত সামি। বাংলার পেস বোলার বরাবর সোজা কথা সোজা ভাবেই বলেন। গুজরাটের কাছে এ বারও চাঁচাছোলা ভাষায় সামি বলে দিয়েছেন, ‘ক্যাপ্টেন হিসেবে কিন্তু কিছু দায়িত্ব নিতে হয়। গুজরাটে খেলার সময় হার্দিক কিন্তু তিন কিংবা চার নম্বরে ব্যাট করতে আসত। মুম্বইয়ের হয়ে তিন কিংবা চার নম্বরে ব্যাট করতে ওর সমস্যা কোথায়? সাত নম্বর ব্যাট করতে এল। হার্দিক যেন টেলএন্ডার! আমি তো বলব, এত নিচে ব্যাট করতে নেমে হার্দিক নিজের উপর অকারণে চাপ তৈরি করে ফেলেছে। হার্দিক যদি আগে ব্যাট করতে আসত, ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেত।’

হার্দিকের কাছে এই আইপিএল সহজ নয়, বরং নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সেটা গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচেই প্রমাণ হয়ে গিয়েছে। বিশেষ করে রোহিতের ছায়া থেকে বেরিয়ে আসতে হলে হার্দিককে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেটা কিন্তু প্রথম ম্যাচে দেখা যায়নি। হার্দিক যে চাপে রয়েছেন, সন্দেহ নেই। কথা হল, তিনি নিজের উপর এই চাপ রাখছেনই বা কেন? অলরাউন্ডার হিসেবে এমন অনেক ম্যাচ জিতিয়েছেন। তা হলে কি হার্দিক কোনও কারণে মুম্বই ইন্ডিয়ান্সে চাপে রয়েছেন?