IPL 2024 Opening Ceremony: আইপিএলের উদ্বোধনে সুরের সম্রাট, সঙ্গী বড়ে মিয়াঁ-ছোটে মিয়াঁ
আইপিএলের উদ্বোধনী ম্যাচ (IPL Opening ceremony) নিয়ে একটা বাড়তি আগ্রহ থাকে অনেকেরই। কারণ, ওই দিন ডাবল মজা পাওয়া যায়। এক, টুর্নামেন্টের সূচনা হয়। দুই, থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের আইপিএলেও থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। জানেন এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা?
কলকাতা: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরু হতে চলেছে। শুক্রবার আইপিএলের (IPL) বল মাঠে গড়াবে। আইপিএল আসা মানেই ক্রিকেট প্রেমীরা একটানা প্রায় দু’মাস ভরপুর বিনোদনের অপেক্ষায় থাকেন। আর আইপিএলের উদ্বোধনী ম্যাচ (IPL Opening ceremony) নিয়ে একটা বাড়তি আগ্রহ থাকে অনেকেরই। কারণ, ওই দিন ডাবল মজা পাওয়া যায়। এক, টুর্নামেন্টের সূচনা হয়। দুই, থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের আইপিএলেও থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। জানেন এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা?
গত বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সে বার সিএসকে বনাম গুজরাটের উদ্বোধনী ম্যাচে অরিজিতের গানের জাদুর পাশাপাশি দেখা গিয়েছিল তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মান্ধানার অসাধারণ ডান্স পারফরম্যান্স। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এ বার আইপিএলের ওপেনিং সেরেমনি মাতাতে তৈরি জনপ্রিয় ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এ আর রহমান। অবশ্য তিনি একা নন, জনপ্রিয় প্লেব্যাক কিংবদন্তি সোনু নিগমকেও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে দেখা যাবে।
দুই তারকার গানের পাশাপাশি ডান্সফ্লোর মাতাতে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। শীঘ্রই তাঁদের নতুন সিনেমা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুক্তি পেতে চলেছে। তার জন্য খানিকটা প্রচারও সেরে নেবেন অক্ষয়-টাইগার। ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়ার লিগেও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখা গিয়েছিল। শাখরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রার মতো তারকারা ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছিলেন।
The stage is set, the lights are bright, and the stars are ready to shine at the #TATAIPL 2024 Opening Ceremony! 🎉🥳
Get ready for an unforgettable fusion of cricket and entertainment ft. a stellar lineup! ✨
🗓22nd March ⏰6:30 PM onwards pic.twitter.com/7POPthFITx
— IndianPremierLeague (@IPL) March 20, 2024
কবে, কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে আইপিএল-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান?
২২ মার্চ অনুষ্ঠিত হবে এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ওই দিন রয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। তা হবে রাত ৮টা থেকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধে ৬.৩০ নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।