IPL 2025, MI: ৪ মাস পর মাঠে ফিরছেন! কোন ম্যাচ থেকে দেখা যাবে বুমরাকে?
Jasprit Bumrah Fitness Update: চিন্তায় ছিলেন ভক্তরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাবের পর ফিটনেস সার্টিফিকেট পেলেন বুমরা। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষা। ফিট বুমরাকে আবার বোলিং রানআপে দেখার জন্য মুখিয়ে মুম্বইয়ের সমর্থকরা।

কলকাতা: প্রায় ৪ মাস পর মাঠে ফিরছেন জসপ্রীত বুমরা। চোটের জন্য মাঠের বাইরে ছিলেন অনেকদিন। অবশেষে ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতীয় ক্রিকেটের বোলিং মেরুদণ্ড বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি চোটের জন্য। চিন্তায় ছিলেন ভক্তরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাবের পর ফিটনেস সার্টিফিকেট পেলেন বুমরা। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষা, এমনটাই শোনা যাচ্ছে। ফিট বুমরাকে আবার বোলিং রানআপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন মুম্বইয়ের সমর্থকরা।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পেসার তিনি। একাধিক রেকর্ডের মালিক। স্লগ ওভারে বরাবর ভয়ঙ্কর। এতদিন এনসিএতে নিজেকে নিংড়ে দিচ্ছিলেন মাঠে ফেরার জন্য। অবশেষে এনসিএ থেকে ছাড়পত্র পেলেন বুমরা। আজ অথবা কাল তাঁর মুম্বই ক্যাম্পে যোগ-দেওয়ার কথা। এই মুহূর্তে মুম্বইতেই রয়েছেন তারকা পেসার। খুব সম্ভবত ১৩ই এপ্রিল দিল্লি ম্যাচে ফিরছেন জসপ্রীত।
আইপিএল শুরুর আগেই নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার ও রাজস্থানের বোলিং কোচ শেন বন্ড বলেছিলেন, “ওর যদি আবার একই জায়গায় চোট লাগে, তা হলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। বুমরার ওয়ার্কলোডের দিকে নজর দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। যখন সিডনিতে বুমরা চোট পেয়েছিল, তখন অনেকে বলছিল হয়তো তাঁর পা মচকে গিয়েছে। কিন্তু আমার মনে আশঙ্কা ছিল, চোটটা পুরনো জায়গাতেই লেগেছে। সেই আশঙ্কাই সত্যি হল। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ও খেলতে পারেনি। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের ওর সঙ্গে সরাসরি কথা বলতে হবে। বেশি ধকল দিলে মুশকিল হবে। বিশ্রাম নেওয়া দরকার নিয়মত, যাতে কেরিয়ার দীর্ঘায়িত করা যায়। কারণ ভারতের ওকে দরকার।”





