Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: সিনেমা নয়, বাস্তবে ছেলেবেলা কেমন কেটেছে? বাবার সম্পর্কে বললেন ধোনি

IPL 2025, Chennai Super Kings: চিপক স্টেডিয়ামে ধোনির মা-বাবাকে দেখে অনেকেই অবসর জল্পনায় জোর দিয়েছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে পডকাস্টে উঠে এসেছে বাবার সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গও।

MS Dhoni: সিনেমা নয়, বাস্তবে ছেলেবেলা কেমন কেটেছে? বাবার সম্পর্কে বললেন ধোনি
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 07, 2025 | 5:21 PM

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক কমবেশি সকলেই দেখেছেন। সিনেমায় ধোনির বাবা অর্থাৎ পান সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের। সিনেমার পান সিংয়ের সঙ্গে ধোনির সম্পর্কও বেশিরভাগই দেখেছেন। কিন্তু বাস্তবটা কেমন ছিল? বাবার সঙ্গে ধোনির ছেলেবেলার সম্পর্ক আলোচনায়। সদ্য চেন্নাইয়ের গ্যালারিতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির মা-বাবাকে। স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে হামেশাই ম্যাচে দেখা যায়। কিন্তু মা-বাবাকে দেখে অনেকেই অবসর জল্পনায় জোর দিয়েছিলেন। যদিও ধোনি পরিষ্কার জানিয়েছেন, আপাতত অবসর নয়। আগামী আইপিএলেও খেলবেন কি না, সেই সিদ্ধান্তও নেননি। সম্প্রতি একটি পডকাস্টে এরকম নানা কথাই বলেছেন। একই পডকাস্টে উঠে এসেছে বাবার সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গও।

সদ্য রাজ শামানির সঙ্গে একটি পডকাস্টে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছেলেবেলার ঘটনা তুলে ধরেছেন। তাঁর শৃঙ্খল জীবনের নেপথ্যে বাবার ‘ভয়’! ধোনির কথা থেকে এমনটা আন্দাজ করাই যায়। ধোনি বলেন, ‘বাবাকে খুবই ভয় পেতাম। বাবা প্রচণ্ড কড়া ছিলেন। শৃঙ্খলার দিক থেকে কড়া। সময় মেনে চলা পছন্দ। বাবা খুবই গোছানোও। হয়তো এ কারণেই আমিও এমন হয়েছি।’

বাবাকে ভয় পেলেও, তিনি খুব শাসন করতেন বা গালিগালাজ করতেন তা নয়। এমনটাই জানিয়েছেন ধোনি। বাবার উপস্থিতিই যে তাঁকে ঠান্ডা থাকতে সাহায্য করত, সেটাই জানিয়েছেন। পডকাস্টে ধোনি আরও বলেন, ‘আমার বন্ধুরা দেওয়ালেও উঠে পড়তেন। নিজেদের এলাকায় দাপিয়ে বেড়াতেন। আমার কখনও এই সাহসটা হয়নি। কারণ, বাবা যদি দেখে, তা হলে কী হবে ভেবেই আতঙ্ক হত। কিন্তু, কী হবে, সেটা আমাদেরও জানা ছিল না। তবুও এই ভয়টা থাকত।’

ধোনি কেন মোবাইল রাখেন না, আইপিএলের পর বাকি সময়টা সকলের নজরের বাইরে থাকেন। এর কারণও ব্যাখ্যা করেন। ধোনির কথায়, ‘আমি যে জীবনে কোনও কারণে নিরাপত্তাহীনতায় ভুগি তা নয়। একটা রুটিন মেনে চলতে পছন্দ করতাম। এখনও সেটাই করি। একটা সহজ জীবন কাটাই। রুটিন মেনে, মোবাইল ব্য়বহার, কোনও দেখনদারি পছন্দ নয়। আসলে আমি ওই জীবনেই অভ্যস্ত।’