Shreyas Iyer: কতটা আত্মবিশ্বাস থাকলে… সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে শশাঙ্ককে কী বলেছিলেন শ্রেয়স?
GT vs PBKS, IPL 2025: গুজরাট টাইটান্স নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। অধিনায়ক গিল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। পঞ্জাব নিজেদের প্রথম ম্যাচে ব্য়াটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান করে।

কলকাতা: একেই হয়তো বলে প্রকৃত অধিনায়ক। নিজের শতরানের পরোয়া না করে দলের জন্য খেলার বার্তা দিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিজের প্রথম আইপিএল শতরানের সহজ সুযোগ ছিল। তবে তিনি নিজের শতরানের কথা না ভেবে গুজরাট ম্যাচে যে দৃষ্টান্ত তৈরি করলেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। ভারতীয় ক্রিকেট প্রেমীরা শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ।
মঙ্গলবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আইপিএলের ১৮তম সংস্করণে যাত্রা শুরু করেছেন শুভমন গিলরা। তাঁদের হোম ম্যাচ। গুজরাট টাইটান্স নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। অধিনায়ক গিল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। পঞ্জাব নিজেদের প্রথম ম্যাচে ব্য়াটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান করে। অধিনায়ক শ্রেয়স তিন নম্বরে ব্য়াট করতে নেমে অসাধারণ একটি ৯৭ রানের ইনিংস খেলেন।
এই ম্যাচের হট টপিক হল দলের প্রতি শ্রেয়স আইয়ারের দায়বদ্ধতা। পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। দলের অধিনায়ক শ্রেয়স ৪২ বলে ৯৭ রানের অসাধারণ ইনিংস উপহার দেন দর্শকদের। তাঁর এই ৯৭ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ৯টি ছয় এবং ৫টি চার। উল্টো দিকে ছিলেন শশাঙ্ক সিং। ক্যাপ্টেনকে দেখে অভিভূত তিনিও।
বিশাল দলে এ মরসুমে শ্রেয়সকে নিয়েছে পঞ্জাব কিংস। আর প্রথম ম্যাচেই ক্যাপ্টেন বুঝিয়ে দিয়েছেন, পঞ্জাবের সিদ্ধান্ত কতটা ঠিক। শ্রেয়সের ব্যাটিংয়ের সময় নন স্ট্রাইকে থাকা শশাঙ্ক সিং বলেন,” শ্রেয়স স্ট্রাইক চায়নি। উল্টে প্রতি বলে ৬ এবং ৪ মারার জন্য উদ্বুদ্ধ করেছিল। টি-টোয়েন্টিতে, বিশেষ করে আইপিএলে সেঞ্চুরি চট করে মেলে না। সেঞ্চুরির মুখে দাঁড়িয়েও কেউ যখন ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবে না,তখন তার প্রতি আলাদা ভালো লাগা তৈরি হয়। শ্রেয়সের ওই কথাগুলো কিন্তু আমাকেও তাতিয়ে দিয়েছিল।”





