আমিরশাহির আইপিএল আরও পরিণত করেছে: লোকেশ রাহুল

আরব দেশে আইপিএলে (IPL) দুরন্ত ব্যাটিং করে ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার কেএল রাহুল (KL RAHUL)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে (INDIA VS AUSTRALIA) মাঠে নামার আগে বলছেন দলের প্রয়োজনে যে কোনও দায়িত্ব নিতে প্রস্তুতি তিনি।

আমিরশাহির আইপিএল আরও পরিণত করেছে: লোকেশ রাহুল
আরব দেশে আইপিএলে (IPL) দুরন্ত ব্যাটিং করে ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার কেএল রাহুল (KL RAHUL)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে (INDIA VS AUSTRALIA) মাঠে নামার আগে বলছেন দলের প্রয়োজনে যে কোনও দায়িত্ব নিতে প্রস্তুতি তিনি। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম (কেএল রাহুল)
Follow Us:
| Updated on: Nov 25, 2020 | 12:33 PM

TV9 বাংলা ডিজিটাল – আইপিএলে (IPL) ব্যাট হাতে ছিলেন দারুণ সফল। কিংস ইলেভেন পাঞ্জাবের (KINGS XI PUNJAB) হয়ে ১৪ ম্যাচে করেছিলেন সর্বোচ্চ ৬৭০ রান। সেই লোকেশ রাহুল (KL RAHUL) ভারতীয় টিমে যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন। ২৭ নভেম্বর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (INDIA VS AUSTRALIA) দ্বৈরথ। তার আটচল্লিশ ঘণ্টা আগে ভার্চুয়াল প্রেস মিটে রাহুল বলে দিলেন, ‘কোন ফর্ম্যাট খেলছি, তার উপর নির্ভর করছে আমার ব্যাটিং পজিশন। টিম কী চাইছে আমার কাছে, কী কম্বিনেশনে খেলা হবে, এগুলোও মাথায় রাখতে হবে। ভারত যে শেষ ওয়ান ডে সিরিজটা খেলেছিল, তাতে আমি পাঁচ নম্বরে ব্যাট করেছিলাম। কিপিংও করেছিলাম। ওই ভূমিকাটা আমি খুব উপভোগ করেছি। টিম আমাকে যে দায়িত্বই দিক না কেন, আমি খুশি হব।’ রোহিত শর্মা না থাকায় বিরাটের পাশাপাশি রাহুলের দিকেও তাকিয়ে থাকবে টিম। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রাহুলের মন্তব্য, ‘দেশের হয়ে আমি খুব বেশি ওয়ান ডে ম্যাচ খেলিনি। কিছু দিন হল ভারতের জার্সিতে খেলছি। তবে দেশের হয়ে যে কোনও ফর্ম্যাটেই খেলতে ভালোবাসি।’

আরও পড়ুন – কোর্টে হয়তো ফিরতে পারবেন না, মনে হয়েছিল সানিয়ার

আইপিএলে রাহুলের ছন্দে থাকাটা টিম ম্যানেজমেন্টকে কিছুটা স্বস্তিতেই রাখছে। আইপিএলে কমলা টুপির মালিক রাহুল বলছেন, ‘আইপিএলে আমি যে ভূমিকায় খেলেছি, সেটা আমার কাছে একেবারে নতুন ছিল। যে কারণে চ্যালেঞ্জও ছিল। কিন্তু ওই ভূমিকায় দ্রুত মানিয়ে নিয়েছিলাম। তাই সাফল্যও পেয়েছি। ওই একই ভূমিকায় দেশের হয়েও খেলতে চাই।’ ক্যাপ্টেন বিরাট কোহলি সব সময় পাশে আছেন, তাই নিজের সেরাটা দিতে অসুবিধা হবে না। রাহুল বলেছেন, ‘বিরাট সব সময় টিমমেটদের পাশে থাকে। সেই কারণেই আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তাই আমার মনে হয়, নিজের সেরাটা দিতে কোনও অসুবিধা হবে না।’

আমিরশাহির আইপিএল থেকে অনেক কিছু শিখেছেন রাহুল। ব্যাটসম্যান, ক্যাপ্টেন, কিপার- তিনটে ভূমিকাকেই আলাদা করতে শিখেছেন। যা নিয়ে ২৮ বছরের রাহুল অকপট, ‘আইপিএলে আমি অনেক কিছু শিখেছি। বোলার যখন রানআপে দৌড়তে শুরু করে, তখন ক্যাপ্টেন সত্ত্বাটা সরিয়ে রাখতে শিখেছি। শুধু কিপিংয়েই ফোকাস করতে পেরেছি। এটাই আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পন্থাটাই ধরে রাখব।’