RR vs PBKS IPL Match Result: টানা চার ম্যাচ! বোলারদের মরিয়া চেষ্টাতেও হার রাজস্থানের

Rajasthan Royals vs Punjab Kings, আইপিএল 2024: বিশ্বকাপের স্কোয়াডে থাকা ইংল্যান্ড প্লেয়াররা অনেকেই দেশে ফিরে গিয়েছেন। পঞ্জাব কিংসের স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও ফিরেছেন। স্যাম কারান, জনি বেয়ারস্টোরা এটিই শেষ ম্যাচ খেললেন। এ বার তাঁরাও দেশে ফিরবেন। যাওয়ার আগে পঞ্জাবকে অনবদ্য একটা জয় উপহার দিলেন পঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। প্রয়োজনের সময় ব্যাট হাতে একটা দুর্দান্ত হাফসেঞ্চুরি স্যামের ব্যাটে।

RR vs PBKS IPL Match Result: টানা চার ম্যাচ! বোলারদের মরিয়া চেষ্টাতেও হার রাজস্থানের
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 15, 2024 | 11:54 PM

শুরুতে পরপর জয়। সেই যে খেই হারাল রাজস্থান রয়্যালস, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে প্লে-অফে ওঠার সুযোগ ছিল সঞ্জু স্যামসনদের সামনে। এরপর হারের হ্যাটট্রিক। রাজস্থান নিজেদের শেষ দুটো হোম ম্যাচ খেলছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। ঘরে ফিরলেও জয়ে ফেরা হল না। ঘরের মাঠকে বুঝেই উঠতে পারলেন না সঞ্জুরা। প্লে-অফ নিশ্চিত হলেও প্রথম দুইয়ে থাকা এখন আশঙ্কায়। এর জন্য পঞ্জাবের বিরুদ্ধে জিততেই হত।

বিশ্বকাপের স্কোয়াডে থাকা ইংল্যান্ড প্লেয়াররা অনেকেই দেশে ফিরে গিয়েছেন। পঞ্জাব কিংসের স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও ফিরেছেন। স্যাম কারান, জনি বেয়ারস্টোরা এটিই শেষ ম্যাচ খেললেন। এ বার তাঁরাও দেশে ফিরবেন। যাওয়ার আগে পঞ্জাবকে অনবদ্য একটা জয় উপহার দিলেন পঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। প্রয়োজনের সময় ব্যাট হাতে একটা দুর্দান্ত হাফসেঞ্চুরি স্যামের ব্যাটে।

টুর্নামেন্টে আলোচনায় রাজস্থান রয়্যালসের বোলিং লাইন আপ। তাদের বিরুদ্ধে বড় স্কোর করা কঠিন। কিন্তু বোর্ডে রান না থাকলে! মরিয়া চেষ্টা করলেও ডিফেন্ড করা কঠিন। সেটাই হল গুয়াহাটিতে। টস জিতে প্রথমে ব্যাটিং করে রাজস্থান। সর্বাধিক ৪৮ রান রিয়ান পরাগের। পঞ্জাবের জন্য টার্গেট মাত্র ১৪৫। রাজস্থান যেমন ব্যাটিংয়ে সমস্যায় পড়েছিল, একই পরিস্থিতির সামনে পড়তে হতে পারে পঞ্জাব কিংসকেও। শুরুতে তেমনই হয়েছিল।

ট্রেন্ট বোল্ট-আবেশ খানের অনবদ্য বোলিংয়ে পাওয়ার প্লে-তে মাত্র ৩৯ রানেই তিন উইকেট হারায় পঞ্জাব কিংস। তারা হাল ছাড়েনি। ছোট ছোট জুটি গড়ার চেষ্টা করেন। অনেকাংশে সফল। ১১১ রানে পঞ্জাবের পঞ্চম উইকেট তুলে নেওয়ার পর স্বস্তিতে ছিল রাজস্থান শিবির। তখনও ক্রিজে স্যাম কারান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আশুতোষ শর্মা সঙ্গ দেন।

এ বারের আইপিএলে অন্যতম আবিষ্কার আশুতোষ। ১১ বলে ১৭ রানের ক্যামিও খেলেন। উল্টোদিকে অধিনায়ক স্যাম কারানও অপরাজিত ৪১ বলে ৬৩ রানে। বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। ম্যাচের সেরা স্যাম কারানই।