IPL 2021 Purple Cap: আইপিএলের ছয় ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?
পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার্ষাল প্যাটেল।
কলকাতা: ক্রিকেটের ব্যায়বহুল লিগ হল আইপিএল (IPL)। এ বার চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম সংস্করণ। এখনও পর্যন্ত আইপিএলের ছ’টি ম্যাচ হয়েছে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলারদের পার্পল ক্যাপ (Purple Cap) দেওয়া হয়। তাই আইপিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএলপ্রেমীদের কৌতুহল শুরু হয়ে গেছে কয়েকটি বিষয় নিয়ে। যেমন- পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল, কোন ক্রিকেটার এক ধাপ এগিয়ে রয়েছেন অরেঞ্জ ক্যাপের দাবিদার হিসেবে। ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কোন বোলার।
গত মরসুমে পার্পল ক্যাপ শেষ পর্যন্ত ছিল দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডার কাছে। তিনি আইপিএল-১৩-র শেষ পর্যন্ত মোট ৩০টি উইকেট নিয়েছিলেন। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ছ’টি ম্যাচ হয়েছে। এই ছয় ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার্ষাল প্যাটেল। ২ ম্যাচে ৮ ওভারে ৫২ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৭ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। ২ ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে — সানরাইজার্স হায়দরাবাদের রাশিদ খান (২ ম্যাচ, ৮ ওভার, ৪২ রান, ৪ উইকেট), মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার (২ ম্যাচ, ৮ ওভার, ৭০ রান, ৪ উইকেট), কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স (২ ম্যাচ, ৮ ওভার, ৫৪ রান, ৩ উইকেট)।
আরও পড়ুন: IPL 2021 Orange Cap: আইপিএলের ছয় ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?