IPL 2021 Orange Cap: আইপিএলের ছয় ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?
আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা।
কলকাতা: চলতি মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ছ’টি ম্যাচ হয়ে গেছে। আইপিএলের (IPL) প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। এ বার শুরু হয়ে গিয়েছে আইপিএল-১৪-র অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়। বুধবার আইপিএলের ষষ্ঠ ম্যাচের পর, আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা।
Here’s hoping @NitishRana_27 continues his purple patch in the Orange Cap! ?#KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/aIRfd0WYQg
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2021
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ছ’টি ম্যাচ হয়েছে। এই ছয় ম্যাচের নিরিখে বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন এখনও পর্যন্ত দুটি ম্যাচে ১৩৭ রান করা এক তরুণ ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন সঞ্জু। যদিও সেই ম্যাচে জয় এনে দিতে পারেননি রাজস্থানের নতুন অধিনায়ক। তিন থেকে পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে — সানরাইজার্স হায়দরাবাদের মনীশ পাণ্ডে (৯৯), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গ্লেন ম্যাক্সওয়েল (৯৮) এবং পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (৯১)।
আরও পড়ুন: IPL 2021 Points Table: আইপিএলের ছয় ম্যাচের পর পয়েন্ট টেবলে কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন…