IPL 2023 Points Table: তিনে কেকেআর, মরসুমের প্রথম জয়ে পয়েন্ট টেবলে উন্নতি মুম্বইয়ের
IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ১৬টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...
কলকাতা: জমে উঠেছে ১৬তম আইপিএল। ভারতের কোটিপতি লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। এখনও অবধি আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ১৬টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা চলছে। মঙ্গলবার মরসুমের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আরও একটি টানটান ম্যাচে তারা হারিয়ে দিল্লি ক্যাপিটালসকে। প্রথম পয়েন্ট পেয়ে লিগ টেবলের কত নম্বর স্থানে জায়গা হল রোহিত শর্মাদের। লিগ টেবলের টপার আপাতত লখনউ সুপার জায়ান্টস। TV9Bangla-র এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।
১. ১৬তম আইপিএলের ১৫টি ম্যাচের পর তিন নম্বর থেকে লিগ টেবলের শীর্ষে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ১টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +১.০৪৮। ক্রুণাল পান্ডিয়াদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।
২. লোকেশ রাহুলের দল এক নম্বরে পৌঁছে যাওয়ায় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ২ নম্বরে নেমে গিয়েছে। এখনও অবধি চলতি আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে ও ১টি হেরেছেন চাহালরা। রাজস্থানের নেট রান রেট +২.০৬৭। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ৪।
৪. লিগ টেবলের চার নম্বরে রয়েছে গুজরাট। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স চলতি আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে, ১টিতে হেরেছে। আপাতত টাইটান্সদের নেট রান রেট +০.৪৩১। ৪ পয়েন্ট রয়েছে টাইটান্সদের।
৫. লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ১৬তম আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টি জয় ও ১টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৪। নেট রান রেট +০.৩৫৬।
৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টিতে জয় ও ১টিতে হার। ফলে প্রীতির পঞ্জাবেরও প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট -০.২৮১।
৭. গ্রুপ পর্বে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে, ১টি জয় ও ২টি হারের পর লিগ টেবলের সাত নম্বরেই রয়ছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৮০০। বিরাটদের মোট পয়েন্ট ২।
৮. রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স প্রথম জয়ে একধাপ উপরে উঠে এসে ৮ নম্বরে রয়েছে। চলতি আইপিএলে আপাতত ৩টে ম্যাচে খেলে দুটি ম্যাচে হার ও একটিতে জয়। পয়েন্ট ২। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৭৯।
৯. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে হার ও ১টিতে জয়ের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদের নেট রান রেট -১.৫০২।
১০. পয়েন্ট টেবলের লাস্ট বয় এখন দিল্লি ক্যাপিটালস। এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে দিল্লি। তাতে হারের হ্যাটট্রিক করেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির নেট রান রেট -২.০৯২।