Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Points Table: সূর্যর সেঞ্চুরির তেজে মুম্বইয়ের ‘বদলা’ সফল, হেরেও শীর্ষস্থানেই গুজরাট

IPL 2023 : আজ শনিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। তারপর দিনের দ্বিতীয় ম্যাচে সাক্ষাৎ হবে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: সূর্যর সেঞ্চুরির তেজে মুম্বইয়ের 'বদলা' সফল, হেরেও শীর্ষস্থানেই গুজরাট
সূর্যর সেঞ্চুরির তেজে মুম্বইয়ের 'বদলা' সফল, হেরেও শীর্ষস্থানেই গুজরাটImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 12:05 AM

কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে ১৬তম আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৫৬টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৫৭টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা হচ্ছে। শুক্রবার সূর্যকুমার যাদবের শতরানে ভর করে ওয়াংখেড়েতে গুজরাট টাইটান্সকে ২১৯ রানের টার্গেট দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে ২৭ রানে জিতেছে মুম্বই। তারপরও লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে গুজরাট। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৭ রানে রোহিত শর্মার দলের কাছে হেরেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তারপরও শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৮টি জয়, ৪টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.৭৬১। পয়েন্ট ১৬।

২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১২টি ম্যাচে খেলেছে। ৭টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৫। নেট রান রেট +০.৪৯৩।

৩. গুজরাটকে হারিয়ে লিগ টেবলের ৩ নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৫টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.১১৭। পয়েন্ট ১৪।

৪. মুম্বইয়ের জয়ের ফলে ৪ নম্বরে নেমে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৬টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৬৩৩। রাজস্থানের পয়েন্ট ১২।

৫. আজ অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে লখনউ। পয়েন্ট টেবলের ৫ নম্বরে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট ১১।

৬. পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.৩৪৫। বিরাটদের মোট পয়েন্ট ১০।

৭. আপাতত লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৭টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.৩৫৭। পয়েন্ট ১০।

৮. আজ অ্যাওয়ে ম্যাচ রয়েছে পঞ্জাবের লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় ও ৬টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৪১।

৯. অরেঞ্জ আর্মির আজ হোম ম্যাচ রয়েছে। আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৬টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৪৭২।

১০. আজ ঘরের মাঠে দিল্লির ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবলের শেষে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১১ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৭টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৬০৫। পয়েন্ট ৮।

বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!