Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Play Offs: কার্যত বিদায় কেকেআর? আজ লখনউয়ের বিরুদ্ধে জিততে হবে বিশাল ব্যবধানে

IPL 2023 : আজ শনিবার আইপিএলে ডবল হেডার। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬৫টি ম্যাচের নিরিখে প্লে অফের দৌড়ে কোন জায়গায় রয়েছে কোন টিম?

IPL 2023 Play Offs: কার্যত বিদায় কেকেআর? আজ লখনউয়ের বিরুদ্ধে জিততে হবে বিশাল ব্যবধানে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 9:36 AM

কলকাতা : রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস ছাড়া বাকি সবকটি দলই ১৩টি করে ম্যাচ খেলেছে। গতকাল রাজস্থানের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছে পঞ্জাব। অন্যদিকে সঞ্জু স্যামসনদের জয়ে চাপ বেড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলে লিগ পর্বের বাকি আর ৪টে ম্যাচ। প্লে অফ নিশ্চিত হয়েছে শুধুমাত্র গুজরাট টাইটান্সের। শেষ চারের বাকি তিনটে দল স্পষ্ট হয়ে যাবে দিন দুয়েকের মধ্যেই। প্লে অফের আশায় রয়েছে সিএসকে, লখনউ, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসও রয়েছে দৌড়ে। তবে কেকেআরের প্লে অফে ওঠা এখান থেকে খুবই কঠিন। ১৩ ম্যাচের তাদের পয়েন্ট সংখ্যা ১২। শেষ ম্যাচ জিতলেও খুব বেশি ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। শুধু জিতলেই হবে না, বিশাল ব্যাবধানে জিততে হবে। তাছাড়া জিতলেও প্লে অফের জন্য বাকি দলগুলির পয়েন্ট নষ্ট হওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। এই জটিল অঙ্ক পার করে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়া প্রায় অসম্ভব। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

শেষ চার পাকা করতে হলে আজ, শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। তাও বিশাল ব্যবধানে। প্লে অফে টিকে থাকতে হলে ক্রুণাল পান্ডিয়াদের ১০৩ রানের বড় ব্যবধানে হারাতে হবে নাইটদের। যাতে নেট রান রেটের ভিত্তিতে রাজস্থানকে পিছনে ফেলে দিতে পারে। তার কমে জিতলেই এ বারের মতো বিদায়। আর রান তাড়া করলে ৯ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছতে হবে। যা কার্যত অসম্ভব। তাই নাইটদের প্লে অফের সমীকরণ খাতায় কলমে টিকে রয়েছে তা বলাই যায়।

আসুন দেখে নিই আইপিএলে ৬৫টি ম্যাচের নিরিখে কোন দল কোথায় দাঁড়িয়ে-

১. পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। এ বারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করা প্রথম দল গুজরাট। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৯টি জয়, ৪টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.৮৩৫। পয়েন্ট ১৮। বাকি দলগুলোর কাছে ১৮ পয়েন্টে পৌঁছনোর সুযোগ নেই। তাই শেষ ম্যাচ আরসিবির কাছে হারলেও টেবলের শীর্ষে থেকেই প্লে অফ খেলবে গুজরাট।

২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১৩টি ম্যাচে খেলেছে। ৭টি জয় ও ৫টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৫। নেট রান রেট +০.৩৮১। প্লে অফ প্রায় নিশ্চিত। সিএসকের-র শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। জিতলে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে যাবে চেন্নাই সুপার কিংস।

৩. লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৫টি হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.৩০৪। পয়েন্ট ১৫। আজ, শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরকে হারালে লখনউয়ের প্লে অফ নিশ্চিত।

৪. ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট +০.৩০৪। আরসিবির মোট পয়েন্ট ১৪। প্লে অফের দৌড়ে টিকে রয়েছে ব্যাঙ্গালোর। শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বিরাটদের জিততেই হবে। জিতলেই প্লে অফ পাকা। আরসিবির ভাগ্য রয়েছে নিজেদেরই হাতে। মুম্বই ইন্ডিয়ান্স শেষ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে দিলে আরসিবিকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততেই হবে। আর মুম্বই হেরে গেলে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ রানের কম ব্যবধানে হারলেও চলবে বিরাট কোহলিদের।

৫. লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +০.১৪৮। রাজস্থানের পয়েন্ট ১৪। প্লে অফে রাজস্থানের ভাগ্য নির্ভর করতে বাকি দলগুলোর উপর। আরসিবি ও মুম্বইয়ের হারের অপেক্ষা করবে রাজস্থান। যেমন- কেকেআরকে ১০৩ রানের কম ব্যবধানে লখনউয়ের বিরুদ্ধে জিততে হবে অথবা কেকেআরের হার। মুম্বই ইন্ডিয়ান্সকে হারতে হবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পাঁচের বেশি রানে হারতে হবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তবে প্লে অফের টিকিট পাবে রাজস্থান।

৬. মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট -০.১২৮৮। পয়েন্ট ১৪। শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। জিততেই হবে।

বাকি তিনটি দল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। যদিও অন্যদের প্লে অফ ভাগ্য অনেকটাই নির্ভর করছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের উপর।

বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!