IPL 2023 Orange Cap: কমলা টুপি কার দখলে? ব্রুকের সেঞ্চুরির পর তালিকার পরিস্থিতি

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ১৯টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Orange Cap: কমলা টুপি কার দখলে? ব্রুকের সেঞ্চুরির পর তালিকার পরিস্থিতি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 7:45 AM

কলকাতা: ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ খেলা হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। যে ১৯টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। শুক্রবারের কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় কি কোনও পরিবর্তন এল? হ্যারি ব্রুকের দুরন্ত সেঞ্চুরি তালিকায় কোনও প্রভাব ফেলল? TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে কে রয়েছেন শীর্ষে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার যাঁরা…

১) ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপ আপাতত পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের দখলে রয়েছে। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে শিখর করেছেন ২৩৩ রান। সর্বাধিক ৯৯*।

২) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৪টে ম্যাচ খেলে ২০৯ রান করেছেন। সর্বাধিক ৬৫।

৪) চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন এই তালিকায় ৪ নম্বরে । ১৬তম আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৯৭ রান। সর্বাধিক ৯২ রান।

৫) কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে উঠে এসেছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। ৪টি ম্যাচে ১৮৩ রান করেছেন তিনি। সর্বাধিক ৬৭।

৬) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছয় নম্বরে নেমে গিয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। ৩ ম্যাচে ১৭৫ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৯*।

৭) তালিকার ৭ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩ ম্যাচে কোহলি করেছেন মোট ১৬৪ রান। সর্বাধিক ৮২*।

৮) গুজরাট টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে আট নম্বরে। ৪ ম্যাচে খেলে ১৫৬ রান করেছেন। সর্বাধিক ৬২*।

৯) সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় ৯ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা। ৩টি ম্যাচে খেলে তিনি করেছেন ১৪৭ রান। সর্বাধিক ৮৪*।

১০) অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান রয়েছেন ১০ নম্বরে। তিনি ৪ ম্যাচে খেলে ১৪১ রান করেছেন। সর্বাধিক ৬২।