IPL 2023 Orange Cap : দল হারলেও অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম পাঁচে আরসিবির দুই
IPL 2023 : বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। আরও একটি অর্ধশতরানের ইনিংসে চতুর্থ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি। ১০ ম্যাচে বিরাটের মোট রান ৪১৯। প্রথম পাঁচে জায়গা হারালেন শুভমন গিল। চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় প্রথম পাঁচে ঢুকলেন।

কলকাতা : এ বারের আইপিএলে (IPL 2023) একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ। হাতে গোনা কিছু এক পেশে ম্যাচ দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম এক পেশে ম্যাচ দেখা গিয়েছিল শুক্রবার রাতে। রাজস্থান রয়্যালসকে তাদেরই ডেরায় ৯ উইকেটের বিশাল ব্য়বধানে হারিয়েছিল গুজরাট টাইটান্স। শনিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্য়াচে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচটি লো-স্কোরিং হল। জিতল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্য়াচে ১৮২ রান তাড়া করে সহজেই জিতল পয়েন্ট টেবলের তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালস। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে ৪৪ রানের ইনিংস খেলেন। যদিও ফাফ ডুপ্লেসি আরও একটা অনবদ্য ইনিংস খেলেন। ফলে অরেঞ্জ ক্য়াপ ডুপ্লেসির দখলেই থাকল। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।
শনিবার রাতে মরসুমের দশম ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। বিরাট, ডুপ্লেসি রান পেলেও গোল্ডেন ডাক ম্যাক্সওয়েল। অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে থাকা ডুপ্লেসির দশ ম্যাচ পর সংগ্রহ ৫১১ রান।
মাঝে ডুপ্লেসিকে ছাপিয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরও একটা বড় ইনিংস এলে ফের হয়তো ছাপিয়ে যেতে পারতেন ডুপ্লেসিকে। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন রাজস্থান রয়্যালস ওপেনার। ১০ ম্য়াচে তাঁর মোট রান ৪৪২। দ্বিতীয় স্থান হারালেন যশস্বী।
অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় থেকে দুইয়ে উঠে এলেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৪ রান করেন তিনি। ১১ ম্যাচে দশ ইনিংসে কনওয়ের মোট রান ৪৫৮।
বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। আরও একটি অর্ধশতরানের ইনিংসে চতুর্থ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি। ১০ ম্যাচে বিরাটের মোট রান ৪১৯। প্রথম পাঁচে জায়গা হারালেন শুভমন গিল। চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় প্রথম পাঁচে ঢুকলেন।
আজও দুটি ম্যাচ রয়েছে। নামছেন শুভমন গিল, যশস্বীও। রাজস্থান ওপেনার যশস্বী বড় ইনিংস খেলে অনেকটাই উন্নতি করতে পারেন। শুভমনের কাছে সুযোগ রয়েছে প্রথম পাঁচে ঢোকার।





