IPL 2023 Purple Cap: স্টাম্প ব্রেকার অর্শদীপের মাথায় বেগুনি টুপি

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৩১টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Purple Cap: স্টাম্প ব্রেকার অর্শদীপের মাথায় বেগুনি টুপি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 10:00 AM

কলকাতা: স্টাম্প ভেঙে খান খান। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের ডেরায় গিয়ে আগুন ঝরিয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। পঞ্জাব কিংসের বোলারের ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছে (IPL 2023)। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। অর্শদীপ পরপর দু বলে আউট করেন তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরাকে। পঞ্জাবের বাঁ হাতি পেসার তৃতীয় ও চতুর্থ বলে মিডল স্টাম্প দু টুকরো করে দেন। শেষ ওভারে ১৩ রানে পঞ্জাবকে ম্যাচ জিতিয়ে দেন অর্শদীপ সিং। পার্পল ক্যাপের তালিকায় একেবারে উপরে উঠে এসেছেন অর্শদীপ। একটা ম্যাচের দুরন্ত পারফরম্যান্স তাঁর মাথায় এনে দিয়েছে বেগুনি টুপি। শনিবারসীয় ডাবল হেডারের পর পার্পল ক্যাপের তালিকায় আর কী কী পরিবর্তন হল, দেখে নিন TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

১) ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর অর্শদীপ সিংয়ের উইকট সংখ্যা এখন ১৩। ২৫ ওভারে ২০৪ রান দিয়ে ১৩টি উইকেট সংগ্র করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।

২) দ্বিতীয় স্থানে থাকা মহম্মদ সিরাজের উইকেট সংখ্যা ১২টি। গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেরিয়ার সেরা বোলিং করে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। ২৪ ওভার বল করে ১৬১ রানের বিনিময়ে ১২টি উইকেট নিয়েছেন আরসিবি তারকা।

৩) পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গত বারের আইপিএল জয়ী দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মোট ২৪ ওভার বল করে ১৯৯ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন।

৪) পার্পল ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে নেমে এসেছেন মার্ক উড। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে ১৬ ওভার বল করে ১৩০ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন উড।

৫) এখনও অবধি ৬টি ম্যাচে খেলে ১১টি উইকেট নিয়েছেন। উড ও চাহালের উইকেট সংখ্যা এক থাকলেও ইকোনমি রেটে পিছিয়ে পড়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার।

৬) মহম্মদ সামি চলতি আইপিএলে ৬টি ম্যাচে খেলে ২৩ ওভার বল করে ১৮৫ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

৭) পার্পল ক্যাপের দৌড়ে সিএসকের তুষার দেশপান্ডে রয়েছেন ৭ নম্বরে। ৫টি ম্যাচে খেলে ১৮.২ ওভার বল করে ২০৯ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন তুষার।

৮) রবীন্দ্র জাডেজার তাঁর উইকেট সংখ্যা এখন ৯। আটে নেমে এসেছেন তিনি।

৯) ৯টি উইকেট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীয়ুষ চাওলা।

১০) ৯ উইকেট নিয়ে তালিকার দশ নম্বর স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী।