Ishan Kishan fiasco: ঈশান কিষাণ অধ্যায় থেকে শিক্ষা! আইপিএলের জন্যও ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক?
IPL 2024, Mumbai Indians: প্রয়োজনেরে সময় দেশের জার্সিতে পাওয়া যাচ্ছে না, অথচ আইপিএলে খেলবেন! এমনটা আর নাও হতে পারে। ঈশান কিষাণ অধ্যায় থেকে 'শিক্ষা' নিয়ে নতুন নিয়ম চালু করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্যও রঞ্জি ট্রফিতে কিছু ম্যাচ খেলা বাধ্যতামূলক করতে পারে ভারতীয় বোর্ড। এমনকি অকশনে নাম দেওয়ার জন্যও রঞ্জি খেলা বাধ্যতামূলত হতে পারে।
ঈশান কিষাণ অধ্যায় ভারতীয় ক্রিকেটে ক্রমশ জটিল হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় দলে ছিলেন ঈশান। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে তাঁরই খেলার কথা ছিল। শেষ মুহূর্তে সরে দাঁড়ান ঈশান। মানসিক কারণে এমন সিদ্ধান্ত বলে বোর্ডকে জানিয়েছিলেন। ভারতীয় বোর্ড তাঁকে সময় দেয়। ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে। স্কোয়াডে নেই ঈশান কিষাণ। বোর্ডের তরফে তাঁকে বলা হয়েছিল, রঞ্জি ম্যাচ খেলতে। বোর্ডের সেই নির্দেশ বা পরামর্শ যাই বলা হোক, মানেননি ঈশান। দীর্ঘদিন তাঁর কোনও খোঁজই মিলছিল না। কিছু দিন আগে প্রকাশ্যে আসে, কিরণ মোরের অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করছেন ঈশান। লক্ষ্য কি শুধুই আইপিএল খেলা? বোর্ডের ভাবনায় নতুন নিয়ম! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রয়োজনেরে সময় দেশের জার্সিতে পাওয়া যাচ্ছে না, অথচ আইপিএলে খেলবেন! এমনটা আর নাও হতে পারে। ঈশান কিষাণ অধ্যায় থেকে ‘শিক্ষা’ নিয়ে নতুন নিয়ম চালু করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্যও রঞ্জি ট্রফিতে কিছু ম্যাচ খেলা বাধ্যতামূলক করতে পারে ভারতীয় বোর্ড। এমনকি অকশনে নাম দেওয়ার জন্যও রঞ্জি খেলা বাধ্যতামূলত হতে পারে। বোর্ডের শীর্ষকর্তারা ইতিমধ্যেই ঈশান কিষাণকে রঞ্জিতে ঝাড়খণ্ডের শেষ গ্রুপ লিগের ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর।
প্লেয়ারদের মধ্যে আইপিএল থেকে আইপিএল মানসিকতা যাতে না তৈরি হয়, সে কারণেই নতুন ভাবনা বলে মনে করা হচ্ছে। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বোর্ডের শীর্ষকর্তারা জানেন, অনেক ক্রিকেটারই লাল বলের ক্রিকেটে খেলতে চায় না। জাতীয় দলে না থাকলে কেউ কেউ সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলেন। লাল-বলের টুর্নামেন্টের সময় তাদের খুঁজেই পাওয়া যায় না। তাদের বাগে আনতেই, অন্তত ৩-৪টি রঞ্জি ম্যাচ খেলা বাধ্যতামূলক করতে পারে বোর্ড।’
আইপিএলে টাকা বেশি। অনেকে শুধু আইপিএলের জন্যই কয়েক কোটির মালিক হয়ে যান। সে কারণে অন্য টুর্নামেন্ট নিয়ে আর মাথা ঘামান না। ভারতীয় ক্রিকেটের পক্ষে যা ক্ষতিকর দিক। সে কারণেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বিসিসিআই।