পাকিস্তানের বিরুদ্ধে ঝলমলে ডাবল সেঞ্চুরি উইলিয়ামসনের

নিউজিল্যান্ডের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান পার করেন উইলিয়ামসন।

পাকিস্তানের বিরুদ্ধে ঝলমলে ডাবল সেঞ্চুরি উইলিয়ামসনের
নয়া মাইলস্টোন উইলিয়ামসনের। ছবি-আইসিসি
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 1:29 PM

TV9 বাংলা ডিজিটাল: থামানো যাচ্ছে না কেন উইলিয়ামসনকে। সোমবার বছরের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল নিউজিল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে। মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন উইলিয়ামসন। ২৩৮ রানের অনবদ্য ইনিংস খেললেন টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। টেস্ট কেরিয়ারে উইলিয়ামসনের চতুর্থ ডাবল সেঞ্চুরি।

গত একমাস ধরে সোনার সময় চলছে নিউজিল্যান্ড অধিনায়কের। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। বছর শেষে বাবাও হন কিউয়ি অধিনায়ক। স্মিথ, কোহলিকে টপকে আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষেও উঠে আসেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেও শতরান পান তারকা ব্যাটসম্যান। নতুন বছরের শুরুতেও সেই ফর্ম অব্যাহত বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে ফিরছেন ওয়ার্নার, অভিষেক পুকোভস্কির

দ্বিশতরান করার পাশাপাশি আরও নজির গড়েন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান পার করেন কিউই অধিনায়ক। মাত্র ৮৩ টেস্ট খেলে নয়া এই মাইলস্টোন ছোঁন তিনি। উইলিয়ামসনের সামনে শুধু ফ্লেমিং আর রস টেলর।