CSK vs RR, IPL 2023: চিপকে আজ চেন্নাই-রাজস্থান, নজরে কারা?

রাজস্থান রয়্যালস টিমে চোটের কোনও খবর নেই। চেন্নাই সুপার কিংসে রয়েছে। দীপক চাহার এবং বেন স্টোকস খেলতে পারবেন না।

CSK vs RR, IPL 2023: চিপকে আজ চেন্নাই-রাজস্থান, নজরে কারা?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 9:33 AM

চেন্নাই: চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (CSK vs RR) যেন একই বিন্দুতে রয়েছে। দু-দলই এ বারের মরসুমে তিনটি করে ম্য়াচ খেলেছে। এর মধ্যে দুটি করে জয়। আজ টুর্নামেন্টের ১৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুটি দল। হার দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু হয়েছিল চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (IPL 2023)। এরপর লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়। অন্যদিকে রাজস্থান শেষ ম্যাচে মাত্র ৫ রানের জন্য হেরে গিয়েছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। আজও সবার আকর্ষণের কেন্দ্রে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। এটা আর বলার অপেক্ষা রাখে না। রাজস্থান রয়্যালস টিমে চোটের কোনও খবর নেই। চেন্নাই সুপার কিংসে রয়েছে। দীপক চাহার এবং বেন স্টোকস খেলতে পারবেন না। এরা ছাড়া দুই দলের আর কে কে থাকছেন নজরে? রইল বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

জস বাটলার: ৩ ম্যাচে ১৫২ রান। ২০২৩ আইপিএলে ঝড়ের গতিতে এগোচ্ছেন জস বাটলার। রাজস্থানের ওপেনার ধারাবাহিকভাবে রান করছেন। চোট আতঙ্ক সরিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে তৈরি ইংলিশ ব্যাটার।

ঋতুরাজ গায়কোয়াড়: চলতি আইপিএলে যে কজন ধারাবাহিক ব্যাটার রয়েছেন তাঁদের মধ্যে একজন ঋতুরাজ গায়কোয়াড়। তিন ম্যাচে ১৮৯ রান। চলতি মরসুমে দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাটে। পেস-স্পিন উভয়ের বিরুদ্ধে স্বচ্ছন্দ সিএসকে ওপেনার। চিপকের মাঠে আজও নজরে থাকবেন ঋতু।

মইন আলি: ২ ম্যাচে ৪টি উইকেট রয়েছে মইনের ঝুলিতে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেননি। আজ ঘরের মাঠে নামার জন্য তৈরি তিনি। চিপকে শেষ ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন।

যুজবেন্দ্র চাহাল: টুর্নামেন্টে যুজবেন্দ্র চাহাল এখন পর্যন্ত বল হাতে সফল। তিন ম্যাচে আট উইকেট তুলে নিয়েছেন। যদিও রান দিয়েছেন ভুরি ভুরি। চলতি মরসুমে চাহালের গড় ১১.৭৫।

রবীন্দ্র জাডেজা: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন জাতীয় দলের এই সেরা অলরাউন্ডার। তিন ম্যাচে চার উইকেট। তিনটিই মুম্বইয়ের বিরুদ্ধে।

যশস্বী জয়সওয়াল: দুটি অর্ধশতরান-সহ রাজস্থান রয়্যালস টিমের অন্যতম সম্পদ এই তরুণ ওপেনার। তিন ম্যাচে ১৬৪.৪৭ স্ট্রাইক রেট নিয়ে ১২৫ রান করেছেন।