Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: ক্রিকেটার তৈরি করতে বানাচ্ছেন হোস্টেল, ১০০ বাচ্চার দায়িত্ব নেবেন রিঙ্কু সিং!

KKR, IPL 2023: দারিদ্রতার মধ্যে হয়েছেন ক্রিকেটার। গরীব বাচ্চাদের Cricket ট্রেনিং দেওয়ার জন্য হোস্টেল তৈরি করছেন রিঙ্কু সিং (Rinku Singh)।

Rinku Singh: ক্রিকেটার তৈরি করতে বানাচ্ছেন হোস্টেল, ১০০ বাচ্চার দায়িত্ব নেবেন রিঙ্কু সিং!
ক্রিকেটার তৈরি করতে বানাচ্ছেন হোস্টেল, ১০০ বাচ্চার দায়িত্ব নেবেন রিঙ্কু!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 6:37 PM

কলকাতা: স্বপ্ন দেখতে কে না ভালোবাসেন, কিন্তু সেই স্বপ্নপূরণ করার পথ সকলের জন্য সহজ হয় না। চোখেমুখে ক্রিকেটার হওয়ার রাশি রাশি স্বপ্ন ছিল তাঁর। কিন্তু যে বাড়িতে অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী, সেই পরিবার থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা যেন বিলাসিতা। কিন্তু জেদ ছাড়েননি আলিগড়ের রিঙ্কু সিং (Rinku Singh)। অভাবের তাড়নায় একসময় ক্রিকেট ছাড়ার পথে গেলেও, তা করতে পারেননি রিঙ্কু। ভাগ্যিস তিনি তখন ক্রিকেট ছেড়ে দেননি। তা না হলে ১৬তম আইপিএলে (IPL 2023) কেকেআরের (KKR) রিঙ্কু সিংয়ের ব্যাটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শেষ ওভারে টানা ৫ বলে ৫ ছক্কা দেখাই যেত না। রাতারাতি হিরো অনেকেই বনে যান। আর রিঙ্কু সিংও রয়েছেন সেই তালিকায়। যদিও রিঙ্কু সিং নাইট পরিবারের পুরনো সদস্য। দলের প্রয়োজনে সব সময় নিজেকে উজাড় করে দিয়েছেন রিঙ্কু। এ বার সেই রিঙ্কুই হলেন আলিগড়ের মসিহা। নিদারুণ অভাবের মধ্যে বড় হয়েছেন, তাই আলিগড়ের দরিদ্র শিশুরা যাতে নির্বিঘ্নে ক্রিকেট নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য এক উদ্যোগ নিয়েছেন রিঙ্কু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -র এই প্রতিবেদনে।

রিঙ্কু নিজে দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর ক্রিকেটার হওয়ার পথে ছড়িয়েছিল প্রচুর কাঁটা। তিনি চান না আলিগড়ের কোনও গরীব বাচ্চার ক্রিকেটার হওয়ার স্বপ্নে তাঁর মতো বাধা আসুক। তাই তিনি আলিগড়ের বাচ্চাদের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য এক হোস্টেল তৈরি করছেন। আলিগড়ের মহুয়া খেদা স্টেডিয়ামে এই হোস্টেল তৈরি করা হচ্ছে। রিঙ্কু সিংয়ের বড় দাদা মুকুল সিং জানান রিঙ্কুর উদ্যোগে তৈরি হওয়া এই হোস্টেলে প্রায় ১০০ ছাত্রের থাকার ব্যবস্থা করা হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট হোস্টেল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।

KKR player Rinku Singh build 100 bed hostel for poor children in Aligarh

আলিগড়ে চলছে রিঙ্কু সিংয়ের উদ্যোগে হোস্টেল বানানোর কাজ। (ছবি-টুইটার)

রিঙ্কুর দাদা মুকুল সিং আরও জানান যে, রিঙ্কু সেই সকল দরিদ্র শিশুদের জন্য হোস্টেল তৈরি করছে, যাদের ক্রিকেট খেলার প্রতিভা রয়েছে। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অভাব, অর্থকষ্ট। রিঙ্কুর দাদা মুকুল জানিয়েছেন, প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে এই হোস্টেলের নির্মাণ কাজ শেষ হবে। এই হোস্টেলে থাকা বাচ্চারা রিঙ্কুর কাছ থেকেও ক্রিকেটের পাঠ পাবে।