KL Rahul: রাহুলকে ঘিরে ধরলেন অনুরাগীরা, গাড়িতে উঠতে যেতেই…
Watch Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, লোকেশ রাহুলকে (KL Rahul) ঘিরে ধরেছেন তাঁর অনুরাগীরা। এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক। ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি প্রায় হাতের বাইরে বেরিয়ে যায়।
কলকাতা: তারকা ক্রিকেটারদের একটু সামনে থেকে দেখার জন্য তাঁদের অনুরাগীরা কত কিছুই না করেন। আর তাঁরা সামনে চলে এলে… সেই সময় তাঁদের অনুরাগীরা আর বুঝতে পারেন না ঠিক কী করা উচিত। নিরাপত্তার বেড়া টপকে একাধিক সময় বিরাট কোহলি, রোহিত শর্মার ভক্তরা মাঠে ঢুকে তাঁদের পায়ে লুটিয়ে পড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, লোকেশ রাহুলকে (KL Rahul) ঘিরে ধরেছেন তাঁর অনুরাগীরা। এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক। রাহুল গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি প্রায় হাতের বাইরে বেরিয়ে যায়।
সোশ্যাল মিডিয়া সাইট X মারফত জানা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে কর্নাটকের শ্রী সিদ্ধগঙ্গা মঠে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেখান থেকে বেরোনোর সময় রাহুলকে ঘিরে ধরেন তাঁর অনুরাগীরা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে থিকথিকে ভিড়ের মধ্যে রাহুল এগিয়ে আসছিলেন তাঁর গাড়ির দিকে। সেই সময় চারিদিকে শুধু মোবাইলই উঁকি দিচ্ছিল। তাঁর অনুরাগীদের আবদার ছিল রাহুলের সঙ্গে সেলফির। ভিড়ের মধ্যে এরপর হুড়োহুড়ি লেগে যায়। ধীরে ধীরে রাহুলকে কয়েকজন মিলে তাঁর গাড়িতে তুলে দেন। ঠেলাঠেলি সামলে অবশেষে গাড়িতে বসেন রাহুল।
The craze for KL Rahul at Siddaganga Mutt in Tumkur, Karnataka! 🤯pic.twitter.com/HwAoCjecky
— Juman Sarma (@cool_rahulfan) February 19, 2024
বাবা-মায়ের সঙ্গে রাহুলের কর্নাটকের শ্রী সিদ্ধগঙ্গা মঠ দর্শনের ভিডিয়ো —
Video of the day for me. ❤️🥹
KL Rahul with his parents at Siddaganga Matt. pic.twitter.com/gOf4qpvWKD
— Kunal Yadav (@Kunal_KLR) February 18, 2024
Boss KL Rahul visited Siddaganga Matt.🙏❤️ pic.twitter.com/5750bikIrl
— Kunal Yadav (@Kunal_KLR) February 18, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর লোকেশ রাহুল চোট পান। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। ভাইজ্যাগ টেস্টে চোটের কারণে খেলেননি। পরবর্তী ৩ টেস্টের জন্য তাঁকে টিমে রাখা হয়েছিল। কিন্তু তৃতীয় টেস্টের আগে তিনি ফিটনেস পরীক্ষা উতরোতে পারেননি। বোর্ড রাজকোট টেস্টের আগে জানিয়ে দেয়, ৯০ শতাংশ ফিট রাহুল। তখন থেকেই মনে করা হচ্ছিল চতুর্থ টেস্টে অর্থাৎ রাঁচিতে আবার টিমে ফিরবেন রাহুল। এ বার জানা গিয়েছে, রাহুলকে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে পাওয়া যাবে।