Asia Cup 2023 : এশিয়া কাপের গ্রুপ পর্বে নেই রাহুল! নিশ্চিত করলেন দ্রাবিড়

পাকিস্তান-সহ এশিয়া কাপের দুটি ম্যাচে নেই কেএল রাহুল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়।

Asia Cup 2023 : এশিয়া কাপের গ্রুপ পর্বে নেই রাহুল! নিশ্চিত করলেন দ্রাবিড়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 2:31 PM

কলকাতা : পুরনো চোট সারিয়ে উঠতে না উঠতেই আবার চোটের কবলে। যে কারণে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবে না লোকেশ রাহুলকে (KL Rahul)। নিশ্চিত করলেন মেন ইন ব্লু কোচ রাহুল দ্রাবিড়। রাহুলকে এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম থেকে পাওয়া যাবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। মঙ্গলবার এশিয়া কাপের আগে সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করলেন দ্রাবিড়। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারত। দ্বিতীয় ম্যাচ রয়েছে নেপালের বিরুদ্ধে। এই দুটি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। অর্থাৎ এশিয়া কাপের গ্রুপ পর্বে নেই তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে সুপার ফোর স্টেজ থেকে দলের সঙ্গে যোগ দেবেন। অর্থাৎ ওডিআই বিশ্বকাপের আগে নিজের ফিটনেস প্রমাণের জন্য খুব বেশি সুযোগ পাবেন না তিনি। অর্ধেক এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজই রাহুলের ওডিআই বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের সময় পায়ে চোট পেয়ে চার মাস ধরে মাঠের বাইরে ছিলেন রাহুল। সেরে ওঠার পর তাঁকে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিসিআই। যদিও দল ঘোষণার সময়েই জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়ে দেন, পুরনো চোট সেরে উঠলেও নতুন করে হালকা চোট পেয়েছেন তিনি। এশিয়া কাপ রাহুলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে নিজেকে ফিট প্রমাণিত করার পাশাপাশি তিনি কতটা ফর্মে রয়েছেন সেটিও প্রমাণ করতে হবে তাঁকে। নিঃসন্দেহে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার রাহুল। কিন্তু চোট আঘাত ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাঁকে। অনুশীলনে ব্যাটিং, কিপিং করলেও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে সময় লাগছে তাঁর। রাহুলের চোটের কথা মাথায় রেখে সঞ্জু স্যামসনকে এশিয়া কাপের ব্যাপ আপ হিসেবে রাখা হয়েছিল। এই উপমহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে উইকেটের পিছনে সঞ্জু বা ঈশান কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা চলছে।

বেঙ্গালুরুর আলুরে চলছিল এশিয়া কাপের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির। মঙ্গলবার শিবিরের শেষ দিনে কোচ রাহুল দ্রাবিড় বলেন, “রাহুল বাস্তবিকই উন্নতি করছে। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।” ৩০ অগস্ট শ্রীলঙ্কা রওনা দেবে মেন ইন ব্লু-র সদস্যরা। সেই দলের সঙ্গে যাচ্ছেন না রাহুল। আপাতত এনসিএ-তে রিহ্যাব চলবে তাঁর। ৪ সেপ্টেম্বর তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ভারতীয় দল সুপার ফোর স্টেজে কোয়ালিফাই করলে তবেই এশিয়া কাপে খেলার সুযোগ পাবেন তিনি।