Cricket World Cup: বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন, জানেন?

১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল অবধি ওডিআই বিশ্বকাপে একাধিক ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে শেষ বিশ্বকাপ শতরান এসেছিল ২০১৯ সাল থেকে। এ বার দেখার ২০২৩ সালের বিশ্বকাপে কোনও ভারতীয় ক্রিকেটারের ব্যাটে শতরান আসে কিনা।

Cricket World Cup: বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন, জানেন?
বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন, জানেন?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 3:32 PM

কলকাতা: দেশের জার্সিতে ক্রিকেট ম্যাচ। আর সেই ম্যাচে শতরান। যে কোনও ক্রিকেটারের কাছে এ একেবারে সোনায় সোহাগা। এখন টি-২০ ক্রিকেটেও প্রায়শই শতরান হাঁকাচ্ছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা। অতীতে যখন টি-২০ ক্রিকেট ছিল না সেই সময় টেস্ট ও ওডিআই ক্রিকেট কম সেঞ্চুরি হয়নি। আর ওডিআই বিশ্বকাপের মঞ্চেও কম সেঞ্চুরি করেননি দেশ-বিদেশের ক্রিকেটাররা। এর আগে ১২ বার ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup) হয়েছে। তাতে কতজন ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরি করেছেন জানেন? শিয়রে কড়া নাড়ছে ১৩তম ওডিআই বিশ্বকাপ। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন। আর কোন কোন ভারতীয় ক্রিকেটাররা সেঞ্চুরি করেছিলেন।

১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল অবধি ওডিআই বিশ্বকাপে একাধিক ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে শেষ বিশ্বকাপ শতরান এসেছিল ২০১৯ সাল থেকে। এ বার দেখার ২০২৩ সালের বিশ্বকাপে কোনও ভারতীয় ক্রিকেটারের ব্যাটে শতরান আসে কিনা।

এক ঝলকে দেখে নিন ওডিআই বিশ্বকাপে কোন কোন ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরি করেছেন —

  1. ভারতীয়দের মধ্যে ওডিআই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কপিল দেব। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে টুনব্রিজ ওয়েলসে ১৯৮৩ সালের ১৮ জুন ১৩৮ বলে ১৭৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
  2. টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি এসেছিল কিংবদন্তি সুনীল গাভাসকরের ব্যাটে। ১৯৮৭ সালের ৩১ অক্টোবর নাগপুরে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ বলে ১০৩ রান করেছিলেন।
  3. ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার হলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৯৯৬ সালের ১৮ ফেব্রুয়ারি কটকে কেনিয়ার বিরুদ্ধে ১৭৫ রানে ১২৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
  4. ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে দুটি শতরান হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরিটিও করেছিলেন সচিন তেন্ডুলকর। দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৬ সালের ২ মার্চ ১৯৮ বলে ১৩৭ রান করেছিলেন সচিন।
  5. ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পঞ্চম শতরানটি এসেছিল বিনোদ কাম্বলির ব্যাটে। কানপুরে ১৯৯৬ সালের ৬ মার্চ জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৭ বলে ১০৬ রান করেছিলেন কাম্বলি।
  6. ওডিআই বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ শতরান এসেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাটে। ১৯৯৯ সালের ২৩ মে ব্রিস্টলে কেনিয়ার বিরুদ্ধে ১৫৮ বলে ১০৪ রান করেছিলেন।
  7. ১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে ২৩ মে রাহুল দ্রাবিড়ের পাশাপাশি ভারতীয় দলের পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর। কেনিয়ার বিরুদ্ধে ব্রিস্টলে ১১৪ বলে ১৪০ রান করেছিলেন সচিন।
  8. ১৯৯৯ সালের বিশ্বকাপে ২৬ মে সৌরভ গঙ্গোপাধ্যায় সেঞ্চুরি করেছিলেন। সৌরভের ব্যাটে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১০ বলে ১৮৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
  9. শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে সৌরভের সেঞ্চুরি হাঁকানোর দিন রাহুল দ্রাবিড়ের ব্যাটেও শতরান এসেছিল। সে দিন ১৭৯ বলে ১৪৫ রান করেছিলেন দ্রাবিড়।
  10. ১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে ওভালে সেঞ্চুরি করেছিলেন অজয় জাডেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৮ বলে শতরান করেছিলেন অজয়।
  11. ভারতের হয়ে ১১তম শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ১৯৩ বলে ১৫২ রান করেছিলেন সচিন তেন্ডুলকর।
  12. ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি হাঁকানোর দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটেও শতরান এসেছিল। সে বার ১৭৩ বলে ১১২ রান করেছিলেন সৌরভ।
  13. ২০০৩ সালের বিশ্বকাপে কেপ টাউনে ৭ মার্চ কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
  14. ২০০৩ বিশ্বকাপে ২০ মার্চ ডারবানে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সৌরভ। সেই ম্যাচে তিনি ১৪০ বলে ১১১ রান করেছিলেন।
  15. ২০০৭ ওডিআই বিশ্বকাপে পোর্ট অব স্পেনে বারমুডার বিরুদ্ধে ১২৭ বলে ১১৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ।
  16. ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ।
  17. ২০১১ বিশ্বকাপে বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে ১০০* রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন।
  18. ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০১১ সালের বিশ্বকাপে ১১৩ রান করেছিলেন যুবরাজ সিং।
  19. ২০১৫ সালে পাকিস্তানের বিরুদেধে ১০৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট কোহলি।
  20. ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৭ রান করেছিলেন শিখর ধাওয়ান।
  21. ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শিখর ধাওয়ান।
  22. ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১১০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন সুরেশ রায়না।
  23. ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৭ রান করেছিলেন রোহিত শর্মা।
  24. ওডিআই বিশ্বকাপের শেষ সংস্করণে, ২০১৯ সালে শতরান করেছিলেন শিখর ধাওয়ান। অজিদের বিরুদ্ধে তিনি ১১৭ রান করেছিলেন।
  25. ২০১৯ সালের বিশ্বকাপে লোকেশ রাহুল শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
  26. ২০১৯ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত শর্মা।
  27. পাকিস্তানের বিরুদ্ধে ২০১৯ সালের বিশ্বকাপে ১৪০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত শর্মা।
  28. ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপে ১০২ রান করেছিলেন রোহিত শর্মা।
  29. বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ ওডিআই বিশ্বকাপে ১০৪ রান করেছিলেন রোহিত শর্মা।
  30. শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের শেষ সংস্করণে ১০৩ রানের ইনিংস এসেছিল রোহিতের ব্যাটে।