CWCQ 2023: জায়গা এক, দৌড়ে দুই; ভারতে বিশ্বকাপ খেলার লড়াইয়ে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস
World Cup 2023 Qualifier: রইল বাকি স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। হারলেও বিশ্বকাপ নিশ্চিত হতে পারে স্কটল্যান্ডের। সেখানেই ভূমিকা নেবে নেট রানরেট।
হারারে: ভারতের মাটিতে ৫ অক্টোবর শুরু ওয়ান ডে বিশ্বকাপ। দশ দলের টুর্নামেন্টে নবম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে। বাকি মাত্র একটি স্পট। যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে ফেভারিট ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। এর মধ্যে শ্রীলঙ্কা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। কিন্তু জিম্বাবোয়ে গত ম্যাচে হেরে বিদায় নিয়েছে। এখন লড়াইয়ে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। কোন অঙ্কে কে বিশ্বকাপ খেলবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জিম্বাবোয়েতে হচ্ছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। ৪ পয়েন্ট সঙ্গে করে সুপার সিক্সে পৌঁছেছিল জিম্বাবোয়ে। শ্রীলঙ্কার পর গত ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হার, জিম্বাবোয়েকে দৌড় থেকে ছিটকে দিয়েছে। আজ মুখোমুখি স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে নামছে। বিশ্বকাপের টিকিটের শেষ সুযোগও।
সুপার সিক্সের ৪ ম্যাচে স্কটল্যান্ডের পয়েন্ট ৬। নেট রানরেট +০.২৯৬। নেদারল্যান্ডসের ৪ ম্যাচ পর পয়েন্ট ৪। নেট রান রেট -০.০৪২। স্কটল্যান্ডের কাছে সহজ অঙ্ক, ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করা। যদি নেদারল্যান্ডস জেতে তাহলে তাদেরও পয়েন্ট হবে ৬। একই পয়েন্টে থাকবে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ে। যদিও জিম্বাবোয়ে নেট রানরেটে প্রথম দুইয়ে থাকার সুযোগ নেই। রইল বাকি স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
হারলেও বিশ্বকাপ নিশ্চিত হতে পারে স্কটল্যান্ডের। সেখানেই ভূমিকা নেবে নেট রানরেট। উদাহরণ হিসেবে ধরা যাক, নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে ২৫০ রান করল। সেক্ষেত্রে স্কটল্যান্ড যদি ৩১ রানের কম রানে হারে, নেট রানরেটে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে থাকবে। অন্য ভাবে, স্কটল্যান্ড যদি প্রথমে ব্যাট করে ২৫০ রান তোলে, নেট রান রেটে অ্যাডভান্টেজ থাকবে। যদি নেদারল্যান্ডস ৪৪.১ ওভার কিংবা তারও আগে সেই রান তাড়া করে জেতে সেক্ষেত্রে নেট রান রেটে নেদারল্যান্ডস ছাপিয়ে যেতে পারে স্কটল্যান্ডকে। তবে দশম দল হিসেবে কারা বিশ্বকাপে সুযোগ পাবে, নিশ্চিত হয়ে যাবে আজই।