Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Luis Suarez: মেসির পরামর্শেই ব্রাজিলের ক্লাবে সই সুয়ারেজের

Lionel Messi: প্রত্যেকে অভিবাদন জানান উরুগুয়ের সুপারস্টারকে। সুয়ারেজ বলেন, 'বন্ধু মেসি আর লুকাস লিয়েভার পরামর্শেই এখানে খেলতে এসেছি। ওদের উপদেশ আমার জীবনে অনেক কাজে লেগেছে।'

Luis Suarez: মেসির পরামর্শেই ব্রাজিলের ক্লাবে সই সুয়ারেজের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 7:17 PM

সাও পাওলো: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই এ বারে ছিটকে যায় উরুগুয়ে। ডাগ আউটে বসেই কান্নায় ভেঙে পড়েছিলেন লুই সুয়ারেজ। কেরিয়ারের শেষ বিশ্বকাপেও ব্যর্থতা তাঁর পিছু ছাড়েনি। ২০১০ বিশ্বকাপের পর সে ভাবে উরুগুয়ে আর বিশ্বকাপের মঞ্চে দাপট দেখাতে পারেনি। রাশিয়া বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন সুয়ারেজরা। তবে কাতারে গ্রুপ পর্ব থেকে ছুটি হয়ে যায় কাভানিদের। ফুটবল কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে লুই সুয়ারেজ। উরুগুয়ের ন্যাশনাল ক্লাব থেকে ব্রাজিলের টপ ডিভিশন ক্লাব গ্রেমিওতে সই করেছেন তিনি। কার পরামর্শে ব্রাজিলে? বিস্তারিত TV9Bangla-য়।

৬০ হাজার দর্শক স্বাগত জানান সুয়ারেজকে। দর্শক ঠাসা স্টেডিয়ামে উরুগুয়ের সুপারস্টারকে বরণ করে নেওয়া হয়। সমর্থকদের আবেগের বিস্ফোরণ দেখে আপ্লুত সুয়ারেজ নিজেও। ব্রাজিল লিগে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। গ্রেমিও কর্তাদের আস্থাও অর্জন করে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রেমিওতে আসার কারণই হল, আমি সবাইকে দেখাতে চাই যে ৩৬ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলতে পারি। যতদিন পারব, নিজের সেরাটা উজাড় করে দেব।’

গ্রেমিওর তেরঙা জার্সি আর কালো প্যান্টে মাঠে নামেন সুয়ারেজ। প্রত্যেকে অভিবাদন জানান উরুগুয়ের সুপারস্টারকে। সুয়ারেজ বলেন, ‘বন্ধু মেসি আর লুকাস লিয়েভার পরামর্শেই এখানে খেলতে এসেছি। ওদের উপদেশ আমার জীবনে অনেক কাজে লেগেছে।’

লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে একটা সময় দাপিয়ে খেলেছেন সুয়ারেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৩, ২০১৫ বা ২০১৬-র সুয়ারেজকে তারা দেখতে পারবে না। ৫০ মিটার এক নাগাড়ে দৌড়তে পারব না। আমি ভালো ভাবেই সেটা জানি। তবে একটা মুভে আমার সতীর্থদের গোল করার সুযোগ করে দিতে পারি। এই দলে তরুণ ফুটবলারের সংখ্যা বেশি। ওদের সঙ্গে একই ইচ্ছেশক্তি নিয়ে অনুশীলন করব।’