IND vs BAN Match Report: ভারতের ব্যাটিং বিপর্যয়, বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

INDvsBAN: ভারতের জার্সিতে অভিষেক হল কুলদীপ সেনের। ২ উইকেট নেন তিনি। ভারতীয় বোলাররা এত অল্প রান নিয়েও দারুণ লড়াই করে। একটা সময় ভালো জায়গায় ছিল বাংলাদেশ। ১২৮-৪ থেকে দ্রুত ১৩৬-৯ হয়ে যায় তারা। মনে হয়েছিল, জিতেই মাঠ ছাড়বে ভারত।

IND vs BAN Match Report: ভারতের ব্যাটিং বিপর্যয়, বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2022 | 5:00 PM

মিরপুর : হার দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু হল ভারতের। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এ দিন রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জিতল বাংলাদেশ। তাদের জয়ের নায়ক মেহদি হাসান মিরাজ। শেষ উইকেট জুটিতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রান যোগ করেন মেহদি। ৪ ওভার বাকি থাকতে ১ উইকেটে জয়। মিরপুরের মন্থর পিচের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। প্রথম ম্যাচেই তা টের পেল ভারতীয় ব্যাটাররা। বাংলাদেশের জয়ও সহজে এসেছে তা নয়। শেষ অবধি জয়ের হাসি সঙ্গী করেই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন লিটন দাস। কী ঘটল ম্যাচে, তুলে ধরল TV9Bangla

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চোট থাকায় ওয়ান ডে সিরিজ থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় ঋষভ পন্থকে। বোর্ডের তরফে জানানো হয়েছে, টেস্ট সিরিজে ফিরবেন পন্থ। ওয়ান ডে সিরিজে তাঁর কোনও পরিবর্ত নেওয়া হবে না। উইকেটকিপিং করবেন লোকেশ রাহুল। আগামী বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। এই সিরিজ তার নিরিখে গুরুত্বপূর্ণ দু-দলের কাছেই। ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে প্রথম ধাক্কা ভারতীয় শিবিরে। ১৭ বলে ৭ রানে ফেরেন শিখর ধাওয়ান। তবে ভারতীয় শিবিরে বড় ধাক্কা একাদশ ওভারে। একই ওভারে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফেরান সাকিব আল হাসান। রোহিত ২৭ এবং বিরাট মাত্র ৯ রান করেন। মিডল অর্ডারে লোকেশ রাহুলের অবদান ৭৩ রান। ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানেই অলআউট ভারত। বাঁ হাতি স্পিনার সাকিব ৫ উইকেট নেন। এ ছাড়া পেসার এবাদত হোসেন নিয়েছেন ৪ উইকেট।

ভারতের জার্সিতে অভিষেক হল কুলদীপ সেনের। ২ উইকেট নেন তিনি। ভারতীয় বোলাররা এত অল্প রান নিয়েও দারুণ লড়াই করে। একটা সময় ভালো জায়গায় ছিল বাংলাদেশ। ১২৮-৪ থেকে দ্রুত ১৩৬-৯ হয়ে যায় তারা। মনে হয়েছিল, জিতেই মাঠ ছাড়বে ভারত। শেষ উইকেটে কামাল করলেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহদি। মাত্র ৪১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মেহদি, মুস্তাফিজুর। এর মধ্যে ৩০ বলে ৩৭ রান করেন মেহদি। বোলিংয়ে ১ উইকেট এবং ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক মেহদিই (৩৮)। সিরিজের শুরুতেই ভারতকে চাপে রাখল ব্যাটিং।