Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mitchell Starc: হেডের ‘স্টার্কভীতি’ অটুট, ফাইফারে ভাইজ্যাগ কাঁপালেন KKR প্রাক্তনী

DC vs SRH, IPL 2025: সবমিলিয়ে কমলাবাহিনীর বিরুদ্ধে ৫ উইকেট তুলেছেন কেকেআর প্রাক্তনী। যার ফলে হায়দরাবাদ আটকে গিয়েছে ১৬৩ রানে। অরেঞ্জ আর্মির হয়ে লড়াই করেছেন অনিকেত ভার্মা (৭৪)।

Mitchell Starc: হেডের 'স্টার্কভীতি' অটুট, ফাইফারে ভাইজ্যাগ কাঁপালেন KKR প্রাক্তনী
হেডের 'স্টার্কভীতি' অটুট, ফাইফারে ভাইজ্যাগ কাঁপালেন KKR প্রাক্তনীImage Credit source: IPL Website
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 6:26 PM

কলকাতা: মিচেল স্টার্ক ‘জুজু’ তাড়া করছে ট্রাভিস হেডকে। সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের শুরুতেই তার প্রমাণ মিলল। ভাইজ্যাগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) অরেঞ্জ আর্মি। সেখানে কামিন্সের দলের হয়ে ওপেনিংয়ে নামেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল জানেন, যে তাঁর টিমে রয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc)। ফলে বোলিংয়ে সূচনায় স্টার্ককেই পাঠান অক্ষর। সেখানেই দেখা গেল হেডের ‘স্টার্কভীতি’ এখনও অটুট। সবমিলিয়ে কমলাবাহিনীর বিরুদ্ধে ৫ উইকেট তুলেছেন কেকেআর প্রাক্তনী। যার ফলে হায়দরাবাদ আটকে গিয়েছে ১৬৩ রানে।

ট্রাভিস হেডের ‘স্টার্কভীতি’ নিয়ে বলতে গেলে, এই সময় একটু গত মরসুমে ফিরে যেতে হয়। গত আইপিএলেও ট্রাভিস হেড ও অভিষেক শর্মাই অরেঞ্জ আর্মির হয়ে ওপেনিং করতেন। গত বারের কেকেআর-হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ারে স্টার্ককে বোলিংয়ে দেখেও নিজে স্ট্রাইক নিয়েছিলেন হেড। দ্বিতীয় বলেই হেডকে বোল্ড করেন স্টার্ক। এরপর থেকেই স্টার্ক যখনই সামনে আসেন, সেই সময় কেমন যেন ভয় কাজ করে হেডের। এরপর ফাইনালে দেখা গিয়েছিল স্টার্ককে বোলিংয়ে সূচনায় দেখে হেড তাঁর সতীর্থ অভিষেককে স্ট্রাইক নিতে বলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি এ বার ভাইজ্যাগে দেখা গেল। আসলে অফস্পিনার না থাকলে হেডই স্ট্রাইক নেন। তারপরও একটা আলোচনা রয়েছে যে, হেড ও স্টার্ক যেহেতু জাতীয় দলে সতীর্থ, ফলে হেডের কোথায় দূর্বলতা তা ভালোমতোই জানেন স্টার্ক।

ভাইজ্যাগে ৩.৪ ওভার বল করে ৩৫ রান খরচ করেছেন কেকেআরের প্রাক্তন তারকা মিচেল স্টার্ক। এই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তাঁর পাঁচ শিকার ঈশান কিষাণ (০), নীতীশ কুমার রেড্ডি (০), ট্রাভিস হেড (২২), হর্ষল প্যাটেল (৫) ও উইয়ান মুল্ডার (৯)। স্টার্কের ফাইফারের পাশাপাশি কুলদীপ যাদব ৪ ওভারের ২২ রান দিয়ে তুলেছেন ৩ উইকেট। মোহিত শর্মার ঝুলিতে এক উইকেট। আর একটি উইকেট যায় রান আউটে। অভিষেক শর্মা প্রথম ওভারের পঞ্চম বলের পরই রান আউট হন।